অযোধ্যা সফরে শিণ্ডে, বালাসাহেবের উত্তরসূরি প্রমাণের জন্য বিজেপির চাল, অভিযোগ উদ্ধবদের

যোগী আদিত্যনাথের সঙ্গে বৈঠকও সূচির অংশ।

যোগী আদিত্যনাথের সঙ্গে বৈঠকও সূচির অংশ।

author-image
IE Bangla Web Desk
New Update
Shinde

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের অযোধ্যা সফরকে শরিক বিজেপির সুপরিকল্পিত কৌশল বলে মনে করছে শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে)। কারণ, আপাতত নির্বাচন কমিশনের সৌজন্যে শিবসেনার তকমা শিণ্ডেদের হাতে। আর, শিবসেনা মানেই হিন্দুত্ববাদী সংগঠন। যে সংগঠনের হিন্দুত্ববাদের ধ্বজা তৈরি করে দিয়ে গিয়েছিলেন খোদ বালাসাহেব ঠাকরে। তাঁর উত্তরাধিকারের লড়াইটাই যেখানে প্রশ্ন, সেখানে হিন্দুত্ববাদকে উদ্ধব ঠাকরেদের বিরুদ্ধে হাতিয়ার করতে চায় বিজেপি।

Advertisment

আর, বকলমে বিজেপির হয়ে এই লড়াই ঠাকরে পরিবারের উত্তরসূরি উদ্ধবের সঙ্গে করছেন একনাথ শিণ্ডে। তাই শিণ্ডেকে হিন্দুত্ববাদী বালাসাহেবের প্রতিচ্ছবি হিসেবে তুলে ধরতে মরিয়া মহারাষ্ট্র বিজেপি নেতৃত্ব। সেই কারণে, শিণ্ডের অযোধ্য সফরের সূচি ঠিক করা হয়েছে। কারণ, অযোধ্যায় রামমন্দির আন্দোলনের সঙ্গে বালাসাহেব ঠাকরে নিজে জড়িত ছিলেন। আর, সেই অযোধ্যায় নির্মীয়মাণ রামমন্দির পরিদর্শন এই সফরে শিণ্ডের সূচি। এমনটাই অভিযোগ শিবসেনার উদ্ধব গোষ্ঠীর।

উদ্ধবদের আরও অভিযোগ, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মহারাষ্ট্র থেকে শিবসেনার নাম কার্যত মুছে ফেলতে চান বিজেপি নেতৃত্ব। বদলে ফোটাতে চায় বেশিসংখ্যক পদ্মপ্রার্থী। আর, সেই জন্যই 'অপারেশন লোটাস'-এর অঙ্গ হিসেবে শিণ্ডের সূচি ঠিক হয়েছে। উদ্ধবের বিরোধী নেতা শিণ্ডেকে 'গদ্দার' নয়, বরং হিন্দুত্ববাদী নেতা হিসেবে তুলে ধরতে তাই এখন মহারাষ্ট্রে মরিয়া প্রচার চালাচ্ছেন বিজেপি নেতৃত্বও। এমনই অভিযোগ উদ্ধব শিবিরের।

Advertisment

আরও পড়ুন- আদানির বিরুদ্ধে বেসুরো পাওয়ার, ‘ব্যক্তিগত মত’ বলে মুখরক্ষা কংগ্রেস-সেনার

তবে, উদ্ধবদের এই সব অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ শিণ্ডে গোষ্ঠী আর মহারাষ্ট্র বিজেপি। শনিবার সন্ধ্যায় শুরু হওয়া অযোধ্যায় শিণ্ডের দু'দিনের সফরকে শিণ্ডে গোষ্ঠী শিবসেনার ইভেন্ট হিসেবে প্রচার করছে। আর, বিজেপি সূত্রে খবর, তাঁরাও শরিক শিবসেনার এই কর্মসূচিকে দুর্দান্ত করে তুলতে বড় ভূমিকা পালন করার চেষ্টা করছেন।

অযোধ্যা সফরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সঙ্গী প্রবীণ বিজেপি মন্ত্রী গিরিশ মহাজন। শুধু তাই নয়, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশের বিজেপি ইউনিটগুলোও শিণ্ডের অযোধ্যা সফরকে সফল করতে সর্বক্ষণ কাজ করছে বলেই বিজেপি সূত্রে জানা গিয়েছে। এই সফরের অন্যতম অংশ হল, রবিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে শিণ্ডের পূর্বনির্ধারিত বৈঠক।

bjp yogi adityanath Eknath Shinde