Advertisment

অযোধ্যা রায়: ‘রাম মন্দির আন্দোলনে আমিও ছিলাম, কথা দিয়েছিলাম, কথা রেখেছি’

‘‘এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা খুশি। বিজেপি কথা দিয়েছিল, কথা রাখল’’।

author-image
IE Bangla Web Desk
New Update
dilip ghosh, দিলীপ ঘোষ

দিলীপ ঘোষ।

১৯৮৬ সাল থেকে ২০১৯- ৩৩ বছর কেটে গিয়েছে। ২০১৯ সালের ৯ নভেম্বর অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে। এই আবহে স্মৃতিমেদুর দিলীপ ঘোষ। অযোধ্যা রায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি বললেন, ‘‘রাম মন্দির আন্দোলনে আমিও ছিলাম, সেই ১৯৮৬ সাল থেকে’’। অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টের রায়ে ‘নৈতিক জয়’ হয়েছে বিজেপির, এমন মন্তব্যই করলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘‘এই রায়কে জয় বা পরাজয় হিসেবে দেখা ঠিক নয়’’। বিজেপি সাংসদ আরও বলেন, ‘‘এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা খুশি। বিজেপি কথা দিয়েছিল, কথা রাখল’’। একইসঙ্গে অযোধ্যা রায় নিয়ে তৃণমূলের মৌনতা নিয়ে কটাক্ষ করেছেন দিলীপ। বিজেপি রাজ্য সভাপতি বলেছেন, ‘‘দেশের স্বার্থের কথা হলেই চুপ করে থাকে তৃণমূল’’।

Advertisment

আরও পড়ুন: ‘রাম ভক্তিই হোক কিংবা রহিম ভক্তিই, এটা ভারত ভক্তির সময়’

ঠিক কী বলেছেন দিলীপ ঘোষ?

অযোধ্যা রায় প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘‘এই রায়কে স্বাগত জানাচ্ছি। আমরা খুশি। মন্দির নির্মাণের জন্য যে হাজার হাজার মানুষ বলিদান দিয়েছেন, তাতে আমরা সম্মান জানাচ্ছি। আমাদের কাছে এটা গর্বের মুহূর্ত। রাম মন্দির নির্মাণের মাধ্যমে ভারতের গৌরবযাত্রা ফের শুরু হবে। একতার পরিবেশ তৈরি হয়েছে। এই রায় আগেও আসতে পারত। সুপ্রিম কোর্টের বিচারপতিরা হয়তো প্রশাসনের উপর ভরসা রাখতে পারেনি। অনেক পুরনো সমস্যা ছিল এটা। সরকার ঠিক পথেই এগোচ্ছে। পুরনো বিবাদ সঠিকভাবে সমাধান করা হয়েছে। বিজেপি কথা দিয়েছিল, তিন তালাক রদ করেছে, ৩৭০ ধারা বাতিল করেছি, কথা রাখতে পারলাম। আমাদের নৈতিক জয় হয়েছে...আমিও রাম মন্দির আন্দোলনে যুক্ত ছিলাম। ১৯৮৬ সাল থেকে যুক্ত ছিলাম। আজ একটা গুরুত্বপূর্ণ দিন’’।

আরও পড়ুন: Ayodhya Case Verdict Highlights: একনজরে বিতর্কিত অযোধ্যা মামলার সুপ্রিম রায়

উল্লেখ্য, অযোধ্যা মামলায় ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। অযোধ্যার বিতর্কিত জমি দেওয়া হল হিন্দুদের। অন্যদিকে, মসজিদ নির্মাণের জন্য বিকল্প জমি দেওয়ার নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। অযোধ্যার ঐতিহাসিক রায়ে একমত সুপ্রিম কোর্টের ৫ বিচারপতিই। মন্দির নির্মাণের জন্য ৩ মাসের মধ্যে ট্রাস্ট তৈরি করতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের।

bjp dilip ghosh
Advertisment