'জয় শ্রীমরামে'র পাল্টা নাড়া দিয়ে 'জয় সিয়ারাম' বলতে বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত শনিবার কুলপির জনসভায় যুব তৃণমূল সভাপতি রীতিমত চ্যালেঞ্জের সুরেই বলেছিলেন , 'যদি বাপের ব্যাটা হই, ভোট শেষ হওয়ার আগে ওদের জয় সিয়ারাম বলিয়ে ছাড়ব।' এবার তার পাল্টা দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়ো। ফেসবুক পোস্টে তাঁর প্রশ্ন, 'এর জন্য ভাইপোর বাপের ব্যাটা হওয়ার প্রমাণ দেওয়ার দরকার কী? আমরা তো প্রমাণ চাইনি!' বাবুলের দাবি, 'বিজেপি তো সিয়াপতি রামচন্দ্র কি জয়, জয় সিয়ারাম সবই বলে।'
Advertisment
'বাপের ব্যাটা হলে বিজেপিকে জয় সিয়ারাম বলিয়ে ছাড়ব'। কুলপির সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পর ফেসবুকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়ো লিখেছেন, 'এই দেখো !!! এবার কি হবে ভাইপো ? @BJP4India তো 'সিয়াপতি রামচন্দ্র কি জয়' ,'জয় সিয়ারম' সবই বলে, ভালোবেসে বলে !! এর জন্য ভাইপোকে 'বাপের ব্যাটা' হওয়ার প্রমাণ দেওয়ার দরকার কি? 🙄 আমরা তো প্রমাণ চাইনি !! সত্যিই 'ভাইপো দা জবাব নেহি !! @BJP4Bengal
কেন বিজেপির নাড়া 'জয়. শ্রীরাম' না বলে 'জয় সিয়ারাম' বলা উচিত তারও ব্যাখ্যা দিয়েছিলেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ। টেনে এনেছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের একটি মন্তব্য। অভিষেকের কথায়, 'বিজেপি নারী বিদ্বেষী। তাই কখনও বিজেপি নেতা-কর্মীরা রামের আগে সিয়া অর্থাৎ সীতার নাম নেন না। এজন্যই সর্বক্ষণজয় শ্রীরাম বলেন।'
তৃণমূল সাংসদের এই দাবি অবশ্য নস্যাৎ করেছেন বাবুল সুপ্রিয়ো। ফেসবুকে তাঁর দাবি, 'বিজেপি তো 'সিয়াপতি রামচন্দ্র কি জয়' ,'জয় সিয়ারম' সবই বলে, ভালোবেসে বলে!!'
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন