'পুলিশ যাকে গ্রেফতার করে ঘটনাক্রমে তাঁর নাম তাহির', দিল্লি পুলিশের সমালোচনা করে লেখক ও গীতিকার জাভেদ আখতারের এই টুইটের পাল্টা টুইটে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়র টুইটে সরগরম সোশাল মিডিয়া। শনিবার জাভেদের টুইটকে উদ্ধৃত করে আসানসোলের বিজেপি সাংসদ বলেন, "লজ্জা হয়, দিল্লিতে যখন এই আগুন জ্বলছে তখন জাভেদ আখতার ধর্ম খুঁজে বেড়াচ্ছেন। একটা ব্যাপার পরিষ্কার হয়ে গেল, আসল মুখোশ খুলে গিয়েছে আপনার। এক জন ছিলেন মহান কবি যিনি নাস্তিকতাবাদ নিয়ে ভাষণ দিয়ে থাকেন। কিন্তু জানি না কখন ওঁর সেই মন ধর্মের কাছে বিক্রি হয়ে গিয়েছে।’’
আরও পড়ুন: দিল্লি হিংসায় বেনজির দৃশ্য, মন্দির পাহারা দিলেন মুসলিমরা, মসজিদে হিন্দু
বাবুলের টুইটের পাল্টা তোপ দাগেন জাভেদ আখতারও। তিনি লেখেন, "এমন সময়ে বাবুল ও বিবেক অগ্নিহোত্রিদের এই মন্তব্য আমাকে হাসতে বাধ্য করছে। আমার উচিত তাঁদের ধন্যবাদ দেওয়া।"
প্রসঙ্গত, দিল্লি হিংসার মাঝেই উত্তর-পূর্ব দিল্লির চাঁদবাগে আম আদমি পার্টি কাউন্সিলর তাহির হোসেনের বাড়িরে পাশেই একটি নর্দমা থেকে উদ্ধার হয় আইবি কর্মী অঙ্কিত শর্মার দেহ। সেই ঘটনাকে কেন্দ্র করেই দিল্লি পুলিশের উদ্দেশে জাভেদ আখতার লেখেন, "‘‘অনেকে নিহত হয়েছেন। অনেকে আহত হয়েছেন। অনেক ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। অনেক দোকানপাট লুঠ হয়েছে। অনেকে সর্বস্বান্ত হয়েছেন। কিন্তু পুলিশ একটি মাত্র বাড়িই সিল করেছে এবং সেই বাড়ির মালিককে খুঁজছে। ঘটনাচক্রে বাড়ি মালিকের নাম তাহির। দিল্লি পুলিশের এই দৃঢ়তা সত্যিই প্রশংসনীয়।’’
এরপরই পাল্টা দিতে টুইটের মাঠে নামেন বাবুল সুপ্রিয়। এদিকে ইতিমধ্যেই তাহিরের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে অঙ্কিতের পরিবার। এই ঘটনার পর তাঁকে দল থেকে সাসপেন্ডও করেছে কেজরিওয়ালের দল। শুক্রবার থেকেই বেপাত্তা তাহির। তাঁকে খুঁজছে পুলিশ। অন্যদিকে এই ঘটনায় সরব হয়েছেন বাংলার বিদ্বজ্জনেরা। নাট্যব্যক্তিত্ব কৌশিক বলেন, ‘প্রতিবাদ করলেই তুমি দেশদ্রোহী, টুকরে টুকরে গ্যাংয়ের সদস্য। এটাই তো চলছে। যেই আওয়াজ তুলবে তাঁকেই চিৎকার করে দমিয়ে দেওয়া হবে।’