Advertisment

বাবুলকে ঘিরে ফের বিক্ষোভ, কালো পতাকা-গো ব্যাক ধ্বনি ‘তৃণমূলের’

বাবুল সুপ্রিয় বলেন, ‘‘এখানে কাজ করতে এসেছিলাম। বিক্ষোভ যে দেখাবে সেটা জানাই ছিল’’।

author-image
IE Bangla Web Desk
New Update
Babul Supriyo, বাবুল সুপ্রিয়

বাবুল সুপ্রিয়।

আবারও বিক্ষোভের মুখে বাবুল সুপ্রিয়। ঘূর্ণিঝড় ‘বুলবুল’ বিধ্বস্ত নামখানায় গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। বাবুলকে ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আসানসোলের বিজেপি সাংসদকে কালো পতাকা দেখানোরও অভিযোগ। কেন্দ্রীয় মন্ত্রীকে ‘গো ব্যাক’ স্লোগানও দেওয়া হয় বলে খবর। বিক্ষোভ প্রসঙ্গে বাবুল সুপ্রিয় বলেন, ‘‘এখানে কাজ করতে এসেছিলাম। বিক্ষোভ যে দেখাবে সেটা জানাই ছিল’’।

Advertisment

আরও পড়ুন: বুলবুল নিয়ে রাজনীতি নয়, টাস্ক ফোর্স গড়ে কড়া বার্তা মমতার

এ প্রসঙ্গে বিজেপি নেতা কৃষ্ণেন্দু গাঁয়েন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে বলেন, ‘‘নামখানা থেকে ফ্রেজারগঞ্জ যাওয়ার পথে তৃণমূলের লোকেরা বিক্ষোভ দেখায়। বিক্ষোভে গাড়ি থেকে নেমে পড়েন বাবুল সুপ্রিয়। এরপর ফের গাড়িতে ওঠেন। পুলিশকে আগে জানিয়েছিলাম, এখানে বিক্ষোভ দেখানোর সম্ভাবনা রয়েছে’’।

আরও পড়ুন: ‘আমার পাশে দাঁড়ান, বাবুল সুপ্রিয় আমাকে গণপিটুনি খাওয়াতে চাইছে’

উল্লেখ্য, সোমবার বুলবুল তাণ্ডবে বিধ্বস্ত বকখালি পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এলাকাবাসীদের নিয়ে ‘কেউ কেউ রাজনৈতিক ফায়দা লুঠতে পারে’ বলে জেলা প্রশাসনকে সতর্ক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা প্রশাসনের কর্তাদের পাশাপাশি পুলিশ আধিকারিকদেরও এ ব্যাপারে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন তিনি। এ ধরনের কোনও ঘটনা সামনে এলে, তা অবিলম্বে জেলা টাস্ক ফোর্সকে জানানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু, এসবের পরেও ত্রাণ নিয়ে রাজনীতির অভিযোগ তুলেছে বিজেপি। আজ বুলবুল বিধ্বস্ত এলাকা পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। সেখানে গিয়েই যেভাবে বিক্ষোভের মুখে পড়লেন বাবুল, তা রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এদিকে আজ বসিরহাটে বুলবুল বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়েছেন মুখ্যমন্ত্রী। এই আবহে সরগরম রাজ্য রাজনীতি।

Babul Supriyo
Advertisment