বাংলায় ফের রাষ্ট্রপতি শাসনের দাবি বাবুলের, 'প্রচারে থাকার চেষ্টা' বলে কটাক্ষ তৃণমূলের

'যেরকম পরিস্থিতির জন্য রাষ্ট্রপতি শাসন জারি করা হয়, পশ্চিমবঙ্গে সেই সমস্ত পরিস্থিতিই বর্তমান।'

'যেরকম পরিস্থিতির জন্য রাষ্ট্রপতি শাসন জারি করা হয়, পশ্চিমবঙ্গে সেই সমস্ত পরিস্থিতিই বর্তমান।'

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফের একবার বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির দাবি তুললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। মুর্শিদাবাদে আলকায়দা জঙ্গি সন্দেহে গ্রেফতার থেকে মণীশ শুক্ল হত্যা, সম্প্রতি নবান্ন অভিযানে শিখ সম্প্রদায়ভুক্ত মানুষের পাগড়ি খোলা বিতর্ককে উদাহরণ হিসাবে তুলে ধরে মন্ত্রী বলেছেন, 'যেরকম পরিস্থিতির জন্য রাষ্ট্রপতি শাসন জারি করা হয়, পশ্চিমবঙ্গে সেই সমস্ত পরিস্থিতিই বর্তমান।'

Advertisment

এর পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। 'বাংলা নয়, উত্তরপ্রদেশের দিকে আগে তাকিয়ে দেখুন বাবুল। সেখানেই প্রথম রাষ্ট্রপতি শাসন জারির প্রয়োজন রয়েছে।' বাবুলের মন্তব্যের পাল্টা বলেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়।

আরও পড়ুন- পাগড়ি বিতর্কে অযথা রাজনীতি কেন? নাম না করে বিজেপিকে তোপ স্বরাষ্ট্র দফতরের

Advertisment

আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় বলেছেন, 'সম্প্রতি বাংলায় শিখ সম্প্রদায়ের এক ব্যক্তিকে পাগড়ি খুলে পুলিশ হেনস্থা করল, মুর্শিদাবাদ থেকে আল কায়দা জঙ্গি ধরা পড়ল, ভর সন্ধ্যায় প্রকাশ্যে ণণিশ শুক্লা খুন হয়ে গেলেন। এইগুলোতেই প্রমাণ করছে রাজ্যে ৩৬৫ ধারা বলবৎ করার সব পরিস্থিতি রয়েছে।'

মমতা সরকারকে তুলোধনা করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দাবি, পশ্চিমবঙ্গ সন্ত্রাসবাদীদের আখড়ায় পরিনত হয়েছে। তাঁর কথায় 'বাম আমলে সন্ত্রাসের মোকাবিলা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বর্তামানে তিনি অতীত ভুলে গিয়েছেন। এখন বাংলায় উনিই বিরোধীদের নিশানা করেছেন।'

আরও পড়ুন- ‘অনেকেই দলিত-মুসলিম-আদিবাসীদের মানুষ মনে করেন না’, যোগীকে নিশানা রাহুলের

বাবুলের দাবি নস্যাৎ করে তাঁকে বিজেপি পরিচালিত উত্তরপ্রদেশের দিকে তাকাতে পরামর্শ দিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। কটাক্ষের সুরে তিনি বলেছেন, 'বাবুল রাজনীতিতে নবাগত। মুম্বইয়ের রূপোলি জগৎ থেকে ২০১৪ সালে রাজনীতিতে এসেছেন। উনি ভালো করে সংবিধান পড়েননি। সেখানে বলা হয়েছে ৩৫৬ লাগুর আগে ৩৫৫ ধারা মোতাবেক আগে অ্যাডভাইজারি দিতে হয়। আর পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির আগে তা উত্তরপ্রদেশে লাগু করা প্রয়োজন। বাবুল যোগীর রাজ্যেই প্রথমে ৩৫৬ বলবৎ করার কথা বলুন।'

'বাংলা সন্ত্রাসবাদীদের আখড়ায় পরিনত হয়েছে।' কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্যের প্রেক্ষিতে বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ের প্রশ্ন, 'আল কায়দা জঙ্গি ধরা পড়লেই কী রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়? এই জন্যই কী ৩৫৬ ধারা। একজন বিজেপি নেতা বলেছেন মণীশ শুক্লা খুন হয়েছে ব্যক্তিগত শত্রুতার জেরে। এই ধরণের ক্ষেত্রেও কী রাষ্ট্রপতি শাসন জারি করা যায়? এর চেয়ে গরুত্বহীন মন্তব্য আমি এর আগে শুনিনি। আসলে এইসব কথা বলে বাবুল নিজের দলের মধ্যে প্রচারের কেন্দ্রে আসার চেষ্টা করছেন।'

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc bjp Mamata Banerjee Babul Supriyo