Babul Supriyo: দিলীপ ঘোষকে ফেয়ারওয়েল দিতে গিয়ে ট্যুইট বাণে বিদ্ধ করলেন বাবুল সুপ্রিয়। সোমবার সন্ধায় নাটকীয় ভাবে মেদিনীপুরের বিজেপি সাংসদকে রাজ্য সভাপতির পদ থেকে সরানো হয়। তাঁর জায়গায় বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে নিয়োগ করেন জেপি নাড্ডা। বঙ্গ বিজেপির নতুন সভাপতিকে অভিনন্দন জানাতে ট্যুইট বার্তা পাঠান দিলীপ ঘোষ। আর এই ট্যুইট বার্তাকেই বিঁধেছেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া সাংসদ বাবুল সুপ্রিয়।
দিলীপ ঘোষের সেই ট্যুইটের স্ক্রিন শট শেয়ার করে বাবুল লেখেন, ‘বিগত কয়েক বছর বঙ্গ বিজেপির জন্য অনেক খেটেছেন দিলীপ ঘোষ। তাই ওনার আগামি জীবন সুখের হোক এই কামনা করি। কিন্তু হালকা ভাবে বলতেই হচ্ছে আমার বর্ণ পরিচয়টা কিন্তু ওনার লাগবে। “ভারতীয় নতুন রাজ্য সভাপতি”, এটার মানে কী? আবার ভুল বাংলা। যাই হোক ভাল থাকবেন দিলীপ দা।‘
এদিকে, রাজ্য বিজেপির পদ থেকে সরানো হল দিলীপ ঘোষকে। তাঁর জায়গায় বঙ্গ বিজেপির নতুন সভাপতি দলীয় সাংসদ সুকান্ত মজুমদার। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং সোমবার এই খবর জানান। বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডাই এই রদবদল করেছেন। এমনটাই পদ্ম শিবিরের জারি করা বিবৃতিতে উল্লেখ। এদিকে সময়ের আগেই রাজ্য সভাপতির পদ থেকে দিলীপ ঘোষকে সরানো হলেও আরও বড় দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। বিজেপির জাতীয় সহ-সভাপতি নিযুক্ত করা হয়েছে দিলীপ ঘোষকে।
কেন্দ্রীয় স্তরে সহ-সভাপতি পদে উন্নীত হয়ে দিলীপ ঘোষ বলেছেন, ‘জুলাইয়েসর্বভারতীয় সভাপতির সঙ্গে আমার কথা হয়েছিল। ওনাকে আমি বলেছিলাম, সভাপতি হিসাবে আমি একধরনের লড়াইয়ে নেতৃত্ব দিয়েছি। মানুষ আমাদের বিরোধী দলের দায়িত্ব দিয়েছে। এবার বাংলার সংগঠনে নেতৃত্বের বদল প্রয়োজন। নতুন দিশায় দল এগোবে। আমাকে আজ সকালে নাড্ডাজি ফোন করেছিলেন। বললেন আমাকে সর্বভারতীয়স্তরে কাজে লাগাতে চায় দল। আমি বলেছি ভালো কথা। এখন রাজ্য সভাপতির দায়িত্ব সুকান্তবাবুকে দিয়েছেন। উনি যোগ্য লোক, উত্তরবঙ্গের মানুষ, শিক্ষিত। আশা করি আগামী দিনে বিজেপি বাংলায় আরও ভাল ফল করবে। আমাকে সহ-সভাপতি হিসাবে যে দায়িত্ব দল পালন করতে বলবে আমি করব।‘
দায়িত্ব পেয়ে বিজেপির নয়া রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার তথা বালুরঘাটের বিজেপি সাংসদ বলেন, ‘দলের হয়ে সব দায়িত্ব পালনের চেষ্টা করব। দলকে শক্তিশালী করাই মূল লক্ষ্য। বিজেপি আদর্শ নির্ভর দল। তাই নেতা আসবে-যাবে। কিন্তু, দল থাকবে, কর্মীরা দলের হয়ে ঐক্যবদ্ধভাবে ভোটে জিততে লড়াই করবে।’
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন