Advertisment

'মেয়েরা পরের সম্পত্তি', মমতাকে ট্রোল করে নেটিজেনদের কটাক্ষের মুখে বাবুল সুপ্রিয়

পরে সেই পোস্টে তিনি উল্লেখ করেন, 'আমার পোস্ট ঘিরে অযথা বিতর্ক হয়েছে। এই পোস্ট আমার তৈরি নয়। ফেসবুকে গত কয়েকদিন ধরেই এই পোস্ট ঘুরছে। আমারও দুটি মেয়ে আছে।'

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

তৃণমূলকে ট্রোল করতে গিয়ে নিজেই ট্রোল হলেন বাবুল সুপ্রিয়। সোশাল মিডিয়াতে কেন্দ্রীয় মন্ত্রীকে নারী বিদ্বেষী দাগিয়ে সরব নেটিজেনরা। এদিন শাসক দলের স্লোগান 'বাংলা তার মেয়েকে চায়'-এর বিরোধিতায় সরব হয়েছিলেন বাবুল সুপ্রিয়। স্লোগানকে কটাক্ষের সুরে বিঁধতে গিয়ে পাল্টা একটি ফেসবুক  পোস্ট করেন এই কেন্দ্রীয় মন্ত্রী। আর তাতেই খেপেছেন নেটিজেনরা। ঠিক কী নিয়ে বিতর্ক দানা বেঁধেছে? বাবুল সুপ্রিয় তাঁর ফেসবুক পোস্টে মমতা ও অমিত শাহের ছবি-সহ হিন্দিতে লেখা একটা মিম শেয়ার করে। তাতে উল্লেখ, 'মুখ্যমন্ত্রী বলছেন আমি বাংলার মেয়ে। তার জবাবে অমিত শাহ বলছেন, মেয়েরা  পরের সম্পত্তি। এইবার বিদায় জানাবো।' যার হিন্দি তর্জমা করলে দাঁড়ায়, 'বেটি পরায়া ধন হোতি হে। ইস বার বিদা কর দুঙি।'

Advertisment
publive-image

আর এতেই বেড়েছে বিপত্তি। চরম 'নারীবিদ্বেষী' এই পোস্ট। এমন অভিযোগে সরব নেটিজেনরা। তাঁর পোস্টের স্ক্রিন শট শেয়ার করে অনেকে আবার বাবুলকে নেতৃত্বের পাঠ শিখিয়েছেন। এক নেটিজেন লিখেছেন, 'আপনার নাকি দুটি মেয়ে আছে? তাও কীভাবে এরকম পোস্ট করেন?' একজন নাম না করে বাবুলের উদ্দেশে লেখেন, 'অশিক্ষিতরাও এঁদের কাছে লজ্জা পাবেন।'

নারী-পুরুষ নির্বিশেষে একেবারে যখন ছিঃ ছিঃ পড়ে গিয়েছে সেই পোস্ট ঘিরে, তখন বিপাকে পড়ে সেটা সরিয়ে দেন বাবুল সুপ্রিয়। যদি সূত্রের খবর, ভোট আবহে বিজেপি শীর্ষ নেতৃত্বের ভর্ৎসনা মুখে পড়েই পোস্ট সরান আসানসোলের সাংসদ। এবং ঘন্টাখানেক পর আরও একটি পোস্ট করেন তিনি। পরে সেই পোস্টে তিনি উল্লেখ করেন, 'আমার পোস্ট ঘিরে অযথা বিতর্ক হয়েছে। এই পোস্ট আমার তৈরি নয়। ফেসবুকে গত কয়েকদিন ধরেই এই পোস্ট ঘুরছে। আমারও দুটি মেয়ে আছে।' দেখুন পরে পোস্ট করা সেই পোস্ট:

যদিও বাবুলের এই কৈফিয়তে আরও রে রে করে তেড়ে আসেন নেটিজেনরা। একজন লেখেন, 'আপনার আগের পোস্টের থেকে এই জবাবদিহি আরও বেশি খেলো।' একজন লেখেন, 'আপনারা যখন সোশাল মিডিয়ায় কিছু পোস্ট করেন, তখন সেটা সামাজিক প্রভাব ফেলে। তাই পাঁচবার ভেবে এই ধরনের পোস্ট করা উচিত।' যদিও নেট দুনিয়ার বাইরে তৃণমূলের তরফে এই পোস্ট ঘিরে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। কিন্তু শনিবারের বারবেলায় বাবুলের পোস্ট বিজেপি-বিরোধীদের হাত শক্ত করেছিল বলাই বাহুল্য।

Facebook Mamata Banerjee Netizens Babul Supriyo
Advertisment