শারীরিক প্রতিবন্ধীদের অনুষ্ঠানে মেজাজ হারালেন বাবুল সুপ্রিয়

"পা ভেঙে দেব। তারপর ক্রাচ দেব সেটা দিয়ে হাঁটবেন। চুপ করে দাঁড়ান নইলে একটা পা ভেঙে হাতে ক্রাচ ধরিয়ে দেব।" এই ছিল বক্তব্যের সারমর্ম।

"পা ভেঙে দেব। তারপর ক্রাচ দেব সেটা দিয়ে হাঁটবেন। চুপ করে দাঁড়ান নইলে একটা পা ভেঙে হাতে ক্রাচ ধরিয়ে দেব।" এই ছিল বক্তব্যের সারমর্ম।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ব্যবহারের জন্য কাঠগড়ায় উঠলেন গায়ক-রাজনীতিক বাবুল সুপ্রিয়

পশ্চিমবঙ্গের আসানসোলে শারীরিক প্রতিবন্ধীদের জন্য আয়োজিত হয়েছিল একটি অনুষ্ঠানের। যেখানে চলতে না পারা মানুষগুলোকে সাহায্যের জন্য এগিয়ে দেওয়া হচ্ছিল হুইলচেয়ার ও অন্যান্য সামগ্রী। অতিথির আসনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। কিন্তু অনুষ্ঠানে এসে হঠাৎই মেজাজ হারালেন তিনি। সামনের কোনও এক ব্যক্তিকে উদ্দেশ্য করে প্রকাশ্য বললেন, "পা ভেঙে দেব। তারপর ক্রাচ দেব সেটা দিয়ে হাঁটবেন। চুপ করে দাঁড়ান নইলে একটা পা ভেঙে হাতে ক্রাচ ধরিয়ে দেব।"

Advertisment

মঙ্গলবার সামাজিক অধিকারিতা শিবিরের উদ্যোগে আয়োজিত হয়েছিল শারীরিক প্রতিবন্ধীদের জন্য হুইলচেয়ার ও অন্যান্য সামগ্রী দানের অনুষ্ঠান। সেখানে বাবুল সুপ্রিয়র বক্তৃতার সময়ে এক ব্যক্তি চলাফেরা করলে বিরক্ত হন তিনি। তখনই বলে ওঠেন, "আপনি চলাফেরা করছেন কেন? বসে পড়ুন।"

কিন্তু তার পরেও সেই ঘটনার পুনরাবৃত্তি হতে থাকলে মেজাজ হারান মন্ত্রী। বলেন, "আপনার সমস্যাটা কোথায়? কিছু হয়েছে? এবার আপনার পা ভেঙে হাতে ক্রাচ ধরিয়ে দেব কিন্তু।" এর পরে নিজের সিকিউরিটির দিকে তাকিয়ে তাঁদেরকেও নির্দেশ দেন, ওই ব্যক্তি আবার নড়াচড়া করলে তাঁর পা ভেঙে দিতে।

Advertisment

আরও পড়ুন, স্বয়ংসেবকদের কোনও পার্টির হয়ে কাজ করতে বলা হয় না: মোহন ভাগবত

নিজের জায়গা থেকে নড়লে পা ভেঙে দেবেন- কথাটা বলার পরও কোনও আফসোশ ছিল না বাবুল সুপ্রিয়ও চোখে মুখে। উল্টে লোকটির জন্য হাততালি দিতে বলেন ওখানে উপস্থিত লোকজনদের। তবে এই প্রথম নয় যখন নিজের ব্যবহারের জন্য কাঠগড়ায় উঠলেন এই গায়ক-রাজনীতিক। এর আগে মার্চে আসানসোলেই রাম নবমির সময়ে সাম্প্রদায়িক হিংসা মারাত্মক আকার নিলে ঘটনাস্থলে যান তিনি। সেখানেই উত্তেজিত জনতার দিকে ইঙ্গিত করে বলেছিলেন, চামড়া তুলে নেবেন।

Babul Supriyo