/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/Sanjay-Singh-AAP.jpg)
Sanjay Singh-AAP: আপ নেতা সাংসদ সঞ্জয় সিং (তাশি তোবগিয়ালের এক্সপ্রেস ছবি)
BJP conspiring to arrest 4 more leaders from AAP: আইনি দিক থেকে মঙ্গলবার বড় সুখবর পেল আপ। আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় আপের নেতা সঞ্জয় সিংকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংয়ের বিরুদ্ধে একটি চার্জশিট দাখিল করেছিল। সঞ্জয় সিংকে তাঁর নর্থ এভিনিউয়ের বাড়িতে ১০ ঘণ্টা তল্লাশির পরে গত ৪ অক্টোবর গ্রেফতার করা হয়েছিল। ইডি অভিযোগ করেছিল যে আবগারি নীতি প্রণয়ন এবং বাস্তবায়নে সঞ্জয় সিং মুখ্য ভূমিকা পালন করেছিলেন। আর, সেই আবগারি নীতির মাধ্যমে নির্দিষ্ট কিছু মদ প্রস্তুতকারক, পাইকারি ও খুচরো বিক্রেতাদের সুবিধা পাইয়ে দিয়েছিল দিল্লি সরকার।
এই পরিস্থিতিতে বিজেপির বিরুদ্ধে বিরাট অভিযোগ সামনে এসেছে। বিজেপিতে যোগ না দিলে একমাসের মধ্যে তাঁকে গ্রেফতার করা হবে হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছেন দিল্লির শিক্ষামন্ত্রী অতিশী মারলেনা সিং। সাংবাদিক বৈঠকে তিনি, এই হুমকির কাছে মাথানত করবেন না বলেই জানান।
অতিশী বলেন, 'বিজেপি আমাকে ওদের দলে যোগ দিতে বলেছে। আমাকে হুমকি দিচ্ছে, যদি যোগ না দিই, তবে একমাসের মধ্যে ইডিকে দিয়ে গ্রেফতার করাবে। ওরা আমার এক ঘনিষ্ঠ সহযোগীর কাছে গিয়েছিল। তাঁর কাছেই আমার জন্য এই প্রস্তাব দিয়েছে। আর বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি মিলে আপ দলকে ধ্বংস করে দেবে। আমরা এই হুমকির কাছে মাথা নোয়াবো না। আমরা আমাদের কাজ চালিয়ে যাব।'
অতিশী জানান, বিজেপি এখনও চার শীর্ষ আপ নেতাকে গ্রেফতারের ছক কষছে। এর আগেই তারা সত্যেন্দ্র জৈন, মণীশ সিসোদিয়া, সঞ্জয় সিং ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে। অতিশী বলেন, 'ওরা আমাকে, সৌরভ ভরদ্বাজ, দুর্গেশ পাঠক ও রাঘব চাড্ডাকে গ্রেফতারের ছক কষছে। কারণ, বিজেপি প্রথমে ভেবেছিল যে কেজরিওয়ালকে গ্রেফতার করলেই আপ ভেঙে যাবে। কিন্তু, ইন্ডিয়া জোটের মেগা ব়্যালি এবং অন্য দলগুলোর থেকে সমর্থন পাওয়ার পর বিজেপি এখন ভীত। সেজন্য তারা এখন দলের আরও চার শীর্ষ নেতাকে গ্রেফতারের পরিকল্পনা এঁটেছে। আমি আগেই বলে দিচ্ছি যে ইডি শীঘ্রই আমার বাড়িতে হানা দেবে। আমার আত্মীয়দের বাড়িতে হানা দেবে। আর, তারপর আমাদের চার জনকে সমন পাঠাবে এবং গ্রেফতার করবে।'
এরপরই অতিশী বলেন, 'আমি বিজেপিকে বলে দিতে চাই, আপ নেতারা এই হুমকির কাছে ভীত নয়। মাথাও নোয়াব না। আমরা অরবিন্দ কেজরিওয়ালের সেনা। ভগৎ সিংয়ের অনুগামী। আমরা মরে যাব। কষ্ট করব। কিন্তু, তোমাদের ফাঁদে পা দেব না। বিজেপিতে যোগ দেব না। আপনারা চাইলে সব নেতাদের গ্রেফতার করতে পারেন। সমস্ত বিধায়ককে গ্রেফতার করতে পারেন। কিন্তু, আমরা আমাদের লড়াই ছাড়ব না।'
অতিশীর এই ভয়ংকর অভিযোগের পালটা মুখ খুলেছে বিজেপিও। দিল্লি বিজেপির সম্পাদক হরিশ খুরানা বলেন, 'নতুন দিন আর একটা নতুন গল্প। অতিশীজি আবার মিডিয়া সেনশেসন ছড়ানোর চেষ্টা করেছেন। বিজেপির যে প্রতিনিধিদল আপনাদের হুমকি দিয়েছে বলছেন, সেই দলের কারও একজনের নাম দিন। না হলে বিজেপি ফের আপনার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করবে।'
আরও পড়ুন-বিজেপিতে যোগ না দিলে একমাসের মধ্যে গ্রেফতারির হুমকি, ভয়ঙ্কর দাবি অতীশির
ভিডিও বার্তায় দিল্লি বিজেপির ওই নেতা বলেছেন, 'আপনি এই ধরনের অভিযোগ করছেন, কারণ আপনার দলের শীর্ষনেতা অরবিন্দ কেজরিওয়াল দুর্নীতির দায়ে আদালতের নির্দেশে জেলে আছেন। মণীশ সিসোদিয়া আদালতের নির্দেশে ১৪ মাস ধরে জেলে আছেন। সঞ্জয় সিং, বিজয় নায়ার, কে কবিতা ইডির নির্দেশে নয়। মাননীয় আদালতের নির্দেশেই জেলে আছেন।'
BJP responds: "Atishi has tried to spread media sensation once again... it is a challenge Atishi ji — give us a name or a BJP delegation will, once again, file a police complaint against you," says Delhi BJP Secretary Harish Khurana
— The Indian Express (@IndianExpress) April 2, 2024
Follow Live Updates: https://t.co/mlJiezKGr3pic.twitter.com/3H9B54yyrW
বর্তমানে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে আপের অভ্যন্তরে জোর আলোচনা চলছে। আইন বিশেষজ্ঞরা মনে করছেন, জেল থেকে অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রিত্ব চালাতে পারবেন না। এই পরিস্থিতিতে দিল্লির আপ বিধায়করা অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়ালের সঙ্গে তাঁর বাসভবনে গিয়ে দেখা করেছেন। তাঁরা জানিয়েছেন, তাঁরা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পাশেই আছেন। পরে আপ বিধায়করা বলেন যে, দিল্লির দুই কোটি বাসিন্দা অরবিন্দ কেজরিওয়ালের পাশেই আছেন। তাই, তাঁর মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করাটা উচিত নয়।