Advertisment

মনোনয়ন জমার শেষ দিনেই বাজিমাত, দুই পুরসভায় বিনা লড়াইয়ে 'জয়' তৃণমূলের

আগামী ২৭ ফেব্রুয়ারি রজ্যের ১০৮টি পুরসভায় নির্বাচন। তার আগে বুধবারই ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

author-image
IE Bangla Web Desk
New Update
tripura tmc state committee announced

ত্রিপুরায় রাজ্য কমিটির বড় দায়িত্বে বাংলার প্রাক্তন মন্ত্রী।

কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় বীরভূমের সাঁইথিয়া পুরসভা গেল তৃণমূলের দখলে। বুধবারই ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সাঁইথিয়ার মোট ১৬টি ওয়ার্ডের মধ্যে মাত্র ৩টি ওয়ার্ডে প্রার্থী দিয়েছে বামেরা। পুরসভার একটি ওয়ার্ডেও প্রার্থী দেয়নি বিজেপি। সব মিলিয়ে বিনা লড়াইয়েই সাঁইথিয়া পুরসভার কর্তৃত্ব গেল তৃণমূলের হাতে। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার বজবজেও মোটর উপর একই ছবি। বিরোধীরা প্রার্থী না দেওয়ায় ২০টি ওয়ার্ডের মধ্যে ১২টিতেই বিনা লড়াইয়ে জয়ী তৃণমূল।

Advertisment

আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভার নির্বাচন। তার আগে আজ ৯ ফেব্রুয়ারি ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। বীরভূমের সাইঁথিয়া পুরসভায় রয়েছে মোট ১৬টি ওয়ার্ড।

১৩টি ওয়ার্ডেই এবার তৃণমূল ছাড়া লড়াইয়ের ময়দানে নেই কোনও দলের প্রার্থী। বামেরা পুরসভার ৩টি ওয়ার্ডে প্রার্থী দিয়েছে। বিজেপি একটি ওয়ার্ডেও প্রার্থী না দেওয়ায় নির্বাচনী লড়াইয়ে কার্যত ওয়াকওভার পেল শাসকদল।

আরও পড়ুন- বাতিল অরূপ, দঃ২৪ পরগনায় তৃণমূলের কোঅর্ডিনেটর পদে দুই অভিষেক ঘনিষ্ঠ

বুধবার মনোনয়নপত্র জমার নির্ধারিত সময় পেরনোর পর সাঁইথিয়ায় উচ্ছ্বাস-উন্মাদনায় ভাসতে দেখা যায় তৃণমূল কর্মী-সমর্থকদের। বিজয়োল্লাসে মেতে ওঠেন শাসকদলের কর্মীরা। উন্নয়নের স্বার্থেই বিরোধীরা প্রার্থী দেয়নি বলে দাবি তৃণমূলের।

উল্লেখ্য, সাইঁথিয়া পুরসভার ১, ৪ ও ১২ নং ওয়ার্ডে প্রার্থী দিয়েছে বামেরা। অন্যদিকে, বজবজের ২০টি ওয়ার্ডের মধ্যে ১২টিতেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী শাসকদল। বজবজেও ভোটের আগেই বিজয় উৎসবে মেতে উঠেছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা।

Municipal Election West Bengal tmc
Advertisment