Advertisment

ব্রিগেডে একবারও বন্দেমাতরম ধ্বনি শোনা গেল না? প্রশ্ন গেরুয়া নেতৃত্বের

'শতাব্দী প্রাচীন দল কংগ্রেস ও তথাকথিত ধর্মনিরপেক্ষ বামেরা সাম্প্রদায়িক আব্বাসের কাছে মাথা নত করেছেন।'

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফাইল ছবি।

'দুর্নীতিগ্রস্ত' তৃণমূলের পাশাপাশি 'সাম্প্রদায়িক' বিজেপিকে ঠেকাতে মরিয়া বাম-কংগ্রেস জোট। যাতে সামিল পীরজাদা খ্যাত আব্বাস উদ্দিন সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। রবিবাসরীয় ব্রিগেডে বড় মঞ্চে আত্মপ্রকাশেই হিরোর তকমাও জিতে নিয়েছেন ভাইজান। যাকে সাম্প্রদায়িক শক্তির কাছেই বাম-কংগ্রেসের 'আত্মসমর্পণ' বলে দাবি করেছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। একই সঙ্গে তাঁর প্রশ্ন, ব্রিগেডের সভায় কেন একবারও বন্দেমাতরম ধ্বনি শোনা গেল না?

Advertisment

এদিন ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিয়ে ভাষণ শেষ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। যা নিয়ে কটাক্ষ করেন শমীক ভট্টাচার্য। বলেন, 'বাম জমানায় কংগ্রেসের ১০ হাজার কর্মী খুন হয়েছে বলে দাবি করা হয়। তার পরেও মঞ্চে দাঁড়িয়ে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিলেন দলের কংগ্রেস নেতারা। অথচ ব্রিগেড সমাবেশ থেকে একবার বন্দেমাতরম ধ্বনি উঠল না।'

আরও পড়ুন- ভাইজানের হাতেই জোটের স্টিয়ারিং! অঙ্ক কষতে হবে মমতাকেও

আরও পড়ুন- ক্ষমতায় এলে কী কাজ করবে বাম জোট? স্বপ্ন দেখালেন সেলিম

আরও পড়ুন- ভোটের ফল ত্রিশঙ্কু হলে কী করবে বামেরা? জবাব দিলেন সীতারাম

আরও পড়ুন- আব্বাসকে ঘিরে সেলিমের অতি উচ্ছ্বাস, ক্ষুব্ধ অধীর, তাল কাটল ব্রিগেডের

আব্বাস সিদ্দিকির দলকে সমর্থনের ফলে ফের রাজ্যে ধর্মীয় হিংসা ছড়াতে পারে বলেও সতর্ক করেছেন শমীক ভট্টাচার্য। এই বিজেপি নেতার কথায়, 'ধর্মনিরপেক্ষতার নামে বাংলায় আপাদমস্তক একটা সাম্প্রদায়িক দলের জন্য রাজনৈতিক মাটি তৈরি করে দেওয়া হচ্ছে। বাম-কংগ্রেস গ্রেট ক্যালকাটা কিলিংয়ের স্মৃতি ফিরিয়ে আনার চক্রান্ত করছে।'

গেরুয়া নেতার প্রশ্ন, 'বিজেপির রাজনীতিকে সাম্প্রদায়িক রাজনীতি বলেন এঁরা। তাহলে আব্বাসের রাজনীতিটা কী?' তাঁর অভিযোগ, 'শতাব্দী প্রাচীন দল কংগ্রেস ও তথাকথিত ধর্মনিরপেক্ষ বামেরা সাম্প্রদায়িক আব্বাসের কাছে মাথা নত করেছেন।'

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

West Bengal Election 2021 brigade West Bengal Polls 2021 bjp West Bengal Assembly Election 2021
Advertisment