scorecardresearch

তৃণমূলের ফের ধাক্কা, বিজেপিতে যোগ দিলেন বনগাঁ উত্তরের বিধায়ক-সহ এক ডজন কাউন্সিলর

তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া যেন নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

TMC MLA Biswajit Das Joins BJP
বিজেপিতে যোগ দিলেন বনগাঁ উত্তরের তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস।

তৃণমূলে ফের বড় ভাঙন। ঘাসফুল শিবির ছেড়ে বিজেপিতে যোগ দিলেন বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস। বিশ্বজিতের সঙ্গেই এদিন পদ্ম পতাকা হাতে তুলে নিয়েছেন বনগাঁর ১২জন পুর কাউন্সিলর। এর ফলে এই পুরসভাও তৃণমূলের হাত থেকে বেরিয়ে যেতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ। উল্লেখ্য, গতকালই বিজেপিতে যোগ দিয়েছেন এই উত্তর ২৪ পরগনারই নোয়াপাড়ার তৃণমূল বিধায়ক তথা অর্জুন সিং-এর ভগ্নিপতি সুনীল সিং।

বনগাঁ পুরসভার মোট ওয়ার্ড সংখ্যা ২২। এদিন ১২জন বিজেপিতে যোগ দেওয়ায় এই পুরসভাটিও পদ্ম শিবিরের ঝুলিতেই যেতে চলেছে। বনগাঁ পুরসভার তৃণমূল চেয়ারম্যান শঙ্কর আঢ্য বলেন, “শুনেছি ১২জন কাউন্সিলর দিল্লি গিয়েছেন। আমাদের সঙ্গে এখনও ৮ কাউন্সিলর রয়েছেন। আর সাত-আট মাস পরে নির্বাচন, ফলে বর্তমান বোর্ডই কাজ চালিয়ে গেলে ভাল হয়”। উল্লেখ্য, বনগাঁয় এই মুহূর্তে সিপিএম এবং কংগ্রেসের ১জন করে কাউন্সিলর রয়েছে।

এর আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন পাঁচ বিধায়ক। অর্জুন সিং, দুলাল বর, শুভ্রাংশু রায়, মনিরুল ইসলাম এবং সুনীল সিং। সেই তালিকায় বিশ্বজিৎ দাসই নবতম সংযোজন।

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Bangaon north tmc mla biswajit das joins bjp in west bengal