বিজেপিতে 'বেদের মেয়ে জোসনা' অঞ্জু ঘোষ

বুধবার রাজ্য বিজেপির সদর দফতরে পদ্ম পতাকা হাতে তুলে নেন 'বেদের মেয়ে জোসনা' খ্যাত নায়িকা অঞ্জু ঘোষ।

বুধবার রাজ্য বিজেপির সদর দফতরে পদ্ম পতাকা হাতে তুলে নেন 'বেদের মেয়ে জোসনা' খ্যাত নায়িকা অঞ্জু ঘোষ।

author-image
IE Bangla Web Desk
New Update
anju ghosh, অঞ্জু ঘোষ

বিজেপিতে যোগ দিলেন অঞ্জু ঘোষ।

বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী অঞ্জু ঘোষ। বুধবার রাজ্য বিজেপির সদর দফতরে পদ্ম পতাকা হাতে তুলে নেন 'বেদের মেয়ে জোসনা' খ্যাত নায়িকা অঞ্জু। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতে পদ্মবাহিনীতে যোগ দিলেন অভিনেত্রী। অঞ্জুর বিজেপিতে যোগদান প্রসঙ্গে এদিন দিলীপ বলেন, ''আমাদের কাছে আসল বেদের মেয়ে জোসনা রয়েছে, অন্যদের কাছে নকল রয়েছে''। বিজেপি রাজ্য সভাপতি আরও বলেন, ''উনি অনেক দিন ধরেই বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন। আজ অবশেষে যোগ দিলেন''।

Advertisment

আরও পড়ুন: তৃণমূলে আঘাত! বিজেপিতে শুভ্রাংশু-সহ একঝাঁক তৃণমূল কাউন্সিলর

Advertisment

উল্লেখ্য, ১৯৮৯ সালে 'বেদের মেয়ে জোসনা' ছবিতে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান অঞ্জু ঘোষ। এ ছবিতে অঞ্জুর বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা চিরঞ্জিৎ। বাংলাদেশের নায়িকা হলেও বহু বাংলা ছবিতে অভিনয় করেছেন অঞ্জু ঘোষ। যদিও বহুদিন সেভাবে কোনও ছবিতে দেখা যায়নি অঞ্জুকে। বর্তমানে সল্টলেকে থাকেন অভিনেত্রী।

অন্যদিকে, এদিন বাদুড়িয়ার বাজিতপুর গ্রাম পঞ্চায়েতের ৭ সদস্য বিজেপিতে যোগ দিলেন। এদিন সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ বলেন, ''বহু মানুষ বিজেপিতে যোগদান করতে চাইছেন, আমরা নাম দিয়েছি বিজেপি যোগদান মেলা। যাঁরা পরিবর্তন চাইছেন, তাঁদের সবাইকে সোনার বাংলা গড়ার জন্য আহ্বান জানাচ্ছি''।

bjp