Advertisment

তৃণমূলের নয়া চমক! ‘বাংলার গর্ব মমতা’ আদতে কী?

মার্চ থেকে মে মাস পর্যন্ত টানা ৭৫ দিন ব্যাপী চলবে তৃণমূলের বিশেষ জনসংযোগ কর্মসূচি ‘বাংলার গর্ব মমতা’।

author-image
IE Bangla Web Desk
New Update
banglar gorbo mamata, বাংলার গর্ব মমতা, বাংলার গর্ব মমতা কর্মসূচি ঘোষণা, তৃণমূলের নয়া কর্মসূচি বাংলার গর্ব মমতা, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা, মমতা ব্যানার্জী, মমতা ব্যানার্জি, banglar gorbo mamata campign, বাংলার গর্ব মমতা, mamata banerjee, বাংলার গর্ব মমতা কর্মসূচি কী? বাংলার গর্ব মমতা প্রকল্প, what is banglar gorbo mamata, banglar gorbo mamata meaning, mamata banerjee latest news, mamata, tmc, তৃণমূল

ছবি: টুইটার।

উনিশের নির্বাচন এখন অতীত। সামনে পুরভোট। একুশের নির্বাচনের আগে বঙ্গ রাজনীতির ময়দানে পুরভোট কার্যত সেমিফাইনাল ম্যাচ। উনিশের লোকসভা নির্বাচনে ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে ভোটকুশলী প্রশান্ত কিশোরের হাত ধরেই জনসংযোগে ঝাঁপিয়ে পড়েছে মমতা বাহিনী। ‘দিদিকে বলো’ কর্মসূচিতে ইতিমধ্যেই দারুণ সাড়া পেয়েছে ঘাসফুল শিবির। জনসংযোগে জোর দিতে পুরভোটের আগে আরও এক নয়া কর্মসূচি ঘোষণা করে চমক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মার্চ থেকে মে মাস পর্যন্ত টানা ৭৫ দিন ব্যাপী চলবে তৃণমূলের বিশেষ জনসংযোগ কর্মসূচি ‘বাংলার গর্ব মমতা’।

Advertisment

‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচি ঠিক কী?
জানা গিয়েছে, তৃণমূলের একটি জনসংযোগ কর্মসূচি হল ‘বাংলার গর্ব মমতা’। ২ মার্চ থেকে ১০ মে পর্যন্ত টানা ৭৫ দিন ব্যাপী চলবে এই কর্মসূচি। এই কর্মসূচিতে ৭৫ হাজারেরও বেশি সংখ্যক দলীয় নেতা ও কর্মী ১৫ হাজার জনবসতিতে যাবেন। সারা বাংলার ২.৫ কোটি মানুষের কাছে গিয়ে জনসংযোগের কাজ করবেন তাঁরা। তৃণমূল সূত্রে খবর, মানুষের সঙ্গে দলের যোগাযোগ ‘পুনরুজ্জীবিত’ করার লক্ষ্যেই এই কর্মসূচি।

banglar gorbo mamata, বাংলার গর্ব মমতা, বাংলার গর্ব মমতা কর্মসূচি ঘোষণা, তৃণমূলের নয়া কর্মসূচি বাংলার গর্ব মমতা, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা, মমতা ব্যানার্জী, মমতা ব্যানার্জি, banglar gorbo mamata campign, বাংলার গর্ব মমতা, mamata banerjee, বাংলার গর্ব মমতা কর্মসূচি কী? বাংলার গর্ব মমতা প্রকল্প, what is banglar gorbo mamata, banglar gorbo mamata meaning, mamata banerjee latest news, mamata, tmc, তৃণমূল ‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচি।

আরও পড়ুন: বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কেমন হবে, জানালেন অমিত শাহ

তিনটি পর্যায়ে এই কর্মসূচিকে ভাগ করা হয়েছে। প্রথম পর্যায়ে ৭ মার্চ থেকে শুরু হবে এই কর্মসূচি, যা শেষ হবে ১৫ মার্চ। এই পর্যায়ে ৩টি কর্মসূচি পালন করা হবে, সেগুলি হল- ৭ মার্চ (তৃণমূলের কর্মী সম্মেলন), ৮-১৪ মার্চ (জলযোগে যোগাযোগ) ও ১৫ মার্চ (স্বীকৃতি সম্মেলন)।

banglar gorbo mamata, বাংলার গর্ব মমতা, বাংলার গর্ব মমতা কর্মসূচি ঘোষণা, তৃণমূলের নয়া কর্মসূচি বাংলার গর্ব মমতা, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা, মমতা ব্যানার্জী, মমতা ব্যানার্জি, banglar gorbo mamata campign, বাংলার গর্ব মমতা, mamata banerjee, বাংলার গর্ব মমতা কর্মসূচি কী? বাংলার গর্ব মমতা প্রকল্প, what is banglar gorbo mamata, banglar gorbo mamata meaning, mamata banerjee latest news, mamata, tmc, তৃণমূল ‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচি।

আরও পড়ুন: ‘গজুভাই আপনি গজা খেয়ে বাংলা চালাবেন?’ মোদী-শাহকে আক্রমণ মমতার

দ্বিতীয় পর্যায়েও তিনটি কর্মসূচি পালন করা হবে। দ্বিতীয় পর্যায়ে আগামী ২০ মার্চ থেকে এই কর্মসূচি শূরু হবে, শেষ হবে ১৯ এপ্রিল। এই পর্যায়ে বঙ্গধ্বনী যাত্রা হবে ২০ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত। ১৪ এপ্রিল সংহতি যাত্রা করা হবে। ১৯ এপ্রিল চেতনা সভা।

banglar gorbo mamata, বাংলার গর্ব মমতা, বাংলার গর্ব মমতা কর্মসূচি ঘোষণা, তৃণমূলের নয়া কর্মসূচি বাংলার গর্ব মমতা, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা, মমতা ব্যানার্জী, মমতা ব্যানার্জি, banglar gorbo mamata campign, বাংলার গর্ব মমতা, mamata banerjee, বাংলার গর্ব মমতা কর্মসূচি কী? বাংলার গর্ব মমতা প্রকল্প, what is banglar gorbo mamata, banglar gorbo mamata meaning, mamata banerjee latest news, mamata, tmc, তৃণমূল ‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচি।

তৃতীয় পর্যায়ে ৫টি কর্মসূচি করা হবে। এই পর্যায়ে কর্মসূচি শুরু হবে ২০ এপ্রিল থেকে, চলবে ১০ মে পর্যন্ত। ২০ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত বাংলার বার্তা কর্মসূচি পালন করা হবে। ৩ মে নবীনবরণ সভা। ৮ মে বিশিষ্টা সম্মেলন করা হবে। ২০ মার্চ থেকে ৮ মে ‘তৃণমূলেরপ সঙ্গে মান্যজন’। আগামী ১০ মে তৃণমূলের পদাতিক সম্মেলন।

উল্লেখ্য, পুরভোটের আগে ‘দিদিকে বলো’ কর্মসূচির পাল্টা হিসেবে রবিবারই কলকাতার শহিদ মিনারের সভা থেকে ‘আর নয় অন্যায়’ কর্মসূচির সূচনা করেছেন প্রাক্তন বিজেপি সভাপতি অমিত শাহ। তার ঠিক পরের দিনই জনসংযোগে আরও ঝাঁপাতে ‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচি ঘোষণা করে চমকে দিল জোড়াফুল শিবির।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee
Advertisment