'জেলে যেতে প্রস্তুত থাকুন…'নতুন বছরের শুরুতেই আপ সমর্থকদের বার্তা অরবিন্দ কেজরিওয়ালের। পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রী বলেছেন, তিনি জেল বন্দী থাকা পাঁচ দলের নেতাদের জন্য তিনি "গর্বিত" এবং পাশাপাশি তিনি বলেন, "দলের নেতারা "জনসাধারণের ভালোর জন্য যে পথ বেছে নিয়েছেন তার জন্য তারা জেলে যেতেও প্রস্তুত"।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জোর দিয়ে বলেছেন যে আম আদমি পার্টি তার "জন-কল্যানমূলক কাজের জন্য মানুষের কাছে জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা অর্জন করেছে। একই সঙ্গে তিনি বলেন, যে দলের কর্মীদের প্রস্তুত থাকতে হবে "জনগণের কল্যাণে আমরা যে পথ বেছে নিয়েছি তার জন্য জেলেও যেতে হবে। আমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে"।
কার্যত জাতীয় কাউন্সিলের সভায় দলীয় নেতাদের সম্বোধন করে, আপ সুপ্রিমো আরও বলেছিলেন যে দিল্লির আফগারি কেলেঙ্কারির সঙ্গে জড়িত মামলায় কারাগারে থাকা পাঁচ দলের নেতাদের জন্য তিনি "গর্বিত"।ইডি ২২ ডিসেম্বর কেজরিওয়ালের কাছে তৃতীয় সমন জারি করে, তাকে ৩ জানুয়ারি এজেন্সির সামনে হাজিরার নির্দেশ দিয়েছেন। তিনি আগের দুটি সমন এড়িয়ে গিয়েছিলেন আপ সুপ্রিমো।