Advertisment

সংবিধান বাঁচাতে মোদীকে হত্যার ডাক দিয়েছিলেন, সেই কংগ্রেস নেতা পুলিশের জালে

পাতেরিয়া বলেছেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে। যদিও কংগ্রেস তাঁকে শোকজ করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Congress leader Raja Pateria calls for killing PM Modi to save Constitution

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের হুমকি দিয়ে পুলিশের জালে মধ্যপ্রদেশের প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস নেতা রাজা পাতেরিয়া। মঙ্গলবার ভোরে পাতেরিয়াকে তাঁর পান্নার বাড়ি থেকে পুলিশ আটক করে নিয়ে যায়। এর পর তাঁকে গ্রেফতার করে মধ্যপ্রদেশ পুলিশ। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। এদিকে, বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগেছে। পাতেরিয়া বলেছেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে। যদিও কংগ্রেস তাঁকে শোকজ করেছে।

Advertisment

সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে কংগ্রেস কর্মীদের উদ্দেশ্য করে পাতেরিয়াকে বলতে শোনা যায়, ‘মোদীকে হত্যা করতে প্রস্তুত থাকুন। রাজনৈতিকভাবে ওঁকে পরাজিত করার অর্থে এই হত্যা করতে বলছি।’ পান্না জেলার পাওয়াই শহরের দলীয় সভায় পাতেরিয়ার অভিযোগ, ‘মোদীজি নির্বাচন প্রক্রিয়া শেষ করবেন। জাত, ধর্ম, ভাষার ভিত্তিতে সমাজকে বিভাজন করবেন। দলিত আদিবাসী এবং সংখ্যালঘুদের জীবন বিপদের মধ্যে রয়েছে। যদি সংবিধান বাঁচাতে চাও তাহলে মোদীকে হত্যা করার জন্য প্রস্তুত হও।’

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান পাতেরিয়ার মন্তব্য নিয়ে কংগ্রেসকে নিশানা করে বলেছেন, ‘যাঁরা ভারত জোড়ো যাত্রা করছে তাঁদের বাস্তবতা সামনে আসছে। প্রাক্তন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হচ্ছে এবং আইন আইনের পথে চলবে। কংগ্রেসের লোকেরা রাজনীতির ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় এঁটে উঠতে পারছে না, তাই একজন কংগ্রেস নেতা তাঁকে হত্যার কথা বলছেন। এতটাই বিদ্বেষ! কংগ্রেসের প্রকৃত অনুভূতি প্রকাশ পাচ্ছে।’

আরও পড়ুন ‘প্রস্তুত হোন, মোদীকে মারতে হবে’, কংগ্রেস নেতার মন্তব্যে হুলস্থূল, পরে কী সাফাই?

ভাইরাল ভিডিওটি সামনে আসার পরে, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র সাংবাদিকদের বলেছিলেন যে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পাতেরিয়ার বক্তব্য অত্যন্ত আপত্তিজনক এবং তিনি অবিলম্বে পুলিশ সুপারকে কংগ্রেস নেতার বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার নির্দেশ দিচ্ছেন।

Shivraj Singh Chouhan CONGRESS Madhya Pradesh PM Narendra Modi
Advertisment