বেছে বেছে শুধু ভবানীপুরেই উপনির্বাচনের দিন ঘোষণা কেন? কমিশনের সিদ্ধান্তে বেজায় চটেছে রাজ্য বিজেপি। শুধুমাত্র ভবানীপুরেই উপনির্বাচনের দিন ঘোষণা করে কমিশন তার গুরুত্বের সঙ্গে সুবিচার করেনি বলে মনে করেন রাজ্য বিজেপি। 'কমিশন নিজেকে তামাশায় পরিণত করেছে', ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা নিয়ে প্রতিক্রিয়া বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের।
শেষমেশ রাজ্যে ভোটের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন হবে আগামী ৩০ সেপ্টেম্বর। নজিরবিহীনভাবে গোটা দেশে একমাত্র ভবানীপুর কেন্দ্রেই উপনির্বাচনে ছাড়পত্র কমিশনের। তবে ওই দিনই এরাজ্যের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরেও ভোট হবে। ভোটের ফল ঘোষণা আগামী ৩ অক্টোবর। কোভিড-বিধি মেনেই ভোট করাবে কমিশন। সংক্রমণ এড়াতে মনোনয়নের সময় কোনও মিছিল করা যাবে না। ভোট প্রচারেও কড়া নিয়ন্ত্রণ থাকবে। বাড়ি-বাড়ি প্রচারে মাত্র ৫ জন যেতে পারবেন। স্ট্রিট কর্নার মিটিং করা যাবে মাত্র ৫০ জনকে নিয়ে।
এদিকে, খড়দহ, গোসাবা, শান্তিপুর ও দিনহাটাকে বাদ দিয়ে বেছে-বেছে শুধুমাত্র ভবানীপুর কেন্দ্রেই কেন উপনির্বাচনের দিন ঘোষণা হল? ভবানীপুর কেন্দ্র থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটে দাঁড়ানোর সম্ভাবনা প্রবল। সেই কারণেই কি তড়িঘড়ি ওই কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা? প্রশ্ন বিজেপির। ভোট প্রক্রিয়ায় অংশ নিলেও বিজেপি দলগতভাবে কমিশনের এই সিদ্ধান্তের সঙ্গে একমত নয় বলে জানিয়েছেন দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি বলেন, ''বেছে বেছে শুধু ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা হল। কমিশন তার গুরুত্বের সঙ্গে সুবিচার করল না। কমিশন নিজেকে তামাশায় পরিণত করেছে। এই ঘোষণায় স্বাভাবিকভাবেই সন্তুষ্ট নয় বিজেপি।''
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই দ্রুত উপনির্বাচনের দাবিতে সরব হয়েছিল তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর শপথের ৬ মাসের মধ্যে অন্য কোনও কেন্দ্র থেকে জিতে আসতে হবে। অন্যথায় তাঁর পদ নিয়েই সাংবিধানিক সংকট তৈরি হবে। এদিকে, করোনা পরিস্থিতির জেরে উপনির্বাচনের দিন ঘোষণা নিয়ে চূড়ান্ত টালবাহানা চলছিল বেশ কিছুদিন ধরেই। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও দ্রুত উপনির্বাচন চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন। বিজেপির কথা শুনে কমিশন রাজ্যে উপনির্বাচনের দিন নিয়ে টালবাহানা করছে বলেও অভিযোগ তুলেছিলেন শাসকদলের একাধিক নেতা।
আরও পড়ুন- শুধু ভবানীপুরেই উপনির্বাচন ৩০ সেপ্টেম্বর, ওই দিনই ভোট বাংলার ২ কেন্দ্রে
তবে জল্পনার অবসান ঘটিয়ে আপাতত ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা কমিশনের। আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনের পাশাপাশি মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জ কেন্দ্রেও নির্বাচন হবে। ভবানীপুরের সঙ্গেই ওই দুই কেন্দ্রেও ভোটের ফল ঘোষণা আগামী ৩ অক্টোবর।
ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখন টেলিগ্রামে, পড়তেথাকুন