ফের ভোটের নির্ঘণ্ট প্রকাশ কমিশনের। রাজ্যের বাকি চার কেন্দ্রের উপনির্বাচনের ভোট হবে পুজো মিটলেই। আগামী ৩০ অক্টোবর কোচবিহারের দিনহাটা, উত্তর ২৪ পরগনার খড়দহ, দক্ষিণ ২৪ পরগনার গোসাবা এবং নদিয়ার শান্তিপুরে বিধানসভা উপনির্বাচন হবে বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন। আগামী ২ নভেম্বর ওই চার কেন্দ্রের ভোট গণনা হবে।
পুজোর পরেই রাজ্যের চার আসনের উপনির্বাচন হতে চলেছে। আগামী ৩০ অক্টোবর রাজ্যের বাকি চার কেন্দ্রের উপনির্বাচন। এই চার কেন্দ্রের উপনির্বাচনের জন্য মনোনয়পত্র জমার শেষ দিন আগামী ৮ অক্টোবর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৩ অক্টোবর। পশ্চিমবঙ্গের চারটি কেন্দ্রের পাশাপাশি আগামী ৩০ অক্টোবর গোটা দেশের মোট ৩০ বিধানসভা আসনে উপনির্বাচন হবে বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
একুশের বিধাসভা ভোটে জিতেও দুই সাংসদ বিধায়ক পদে বসতে চাননি। দিনহাটার বিধায়ক পদ ছেড়েছেন নিশীথ প্রামাণিক। বর্তমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদে রয়েছেন নিশীথ। অন্যদিকে, শান্তিপুরের বিধায়ক পদ ছেড়েছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। সেই কারণেই ওই দুই কেন্দ্রে উপনির্বাচন করাচ্ছে কমিশন। এরই পাশাপাশি উত্তর ২৪ পরগনার খড়দহ ও দক্ষিণ ২৪ পরগনার গোসাবার জয়ী দুই তৃণমূল প্রার্থীর মৃত্যু হয়। খড়দহে ভোটের ফল ঘোষণার আগেই করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় তৃণমূলের কাজল সিনহার। অন্যদিকে গোসাবার জয়ী তৃণমূল প্রার্থীও করোনা পরবর্তী শারীরিক সমস্যায় ভুগে মারা যান। সেই কারণে ওই দুই কেন্দ্রেও উপনির্বাচন করাতে হচ্ছে কমিশনকে।
আরও পড়ুন- ঘূর্ণাবর্তের জেরে নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা
শুধুমাত্র ভবানীপুর কেন্দ্রেই উপনির্বাচন হচ্ছে আগামী ৩০ সেপ্টেম্বর। ওই কেন্দ্রে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়েছেন। ভবানীপুরের ভোট করানো নিয়ে নির্বাচন কমিশনে চিঠি লিখেছিলেন রাজ্যের মুখ্যসচিব। ভবানীপুরের ভোট দ্রুত না হলে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্যসচিব। যদিও ভবানীপুরের উপনির্বাচন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন