Advertisment

বারাণসীতে মমতাকে ঘিরে বিক্ষোভ-কালো পতাকা, পাল্টা মুখ্যমন্ত্রী বললেন...

এই ঘটনায় উষ্মাপ্রকাশ করেছেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব। বৃহস্পতিবার সেই রাজ্যের সব জেলায় প্রতিবাদ কর্মসূচি পালন করবে তৃণমূল।

author-image
IE Bangla Web Desk
New Update
bengal cm mamata-banerjee shown black flags in varanasi

বারণসীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার সন্ধ্যায় বারাণসীতে বাংলার মুখ্যমন্ত্রী পা রাখতেই বিমানবন্দরের বাইরে তাঁকে উদ্দেশ্য করে কালো পতাকা দেখালো বিজেপি। সেই বিক্ষোভ এড়িয়েই এদিন দশাশ্বমেধ ঘাটে আরতি দেখতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেও তাঁকে দেখে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখায় গেরুয়া শিবিরের কর্মীরা। ফের মুখ্যমন্ত্রীর ফেরার পথে মমতার গাড়ি ঘিরে জয় শ্রীরাম স্লোগান তোলেন বিক্ষোভকারীরা।

Advertisment

তবে, বিক্ষোভকারীদের দেখে তাঁর সভায় যেতে আহ্বান জানান তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, 'আপনাদের ব্যবহারই বলে দিচ্ছে, আপনারা হারছেন। কাল আমাদের সভায় আসুন।'

এই ঘটনায় উষ্মাপ্রকাশ করেছেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব। তাঁর কথায়, 'বিজেপির পরাজয় নিশ্চিত। কারণ দিদি এবং ভাই একসঙ্গে লড়াই করছে। বিজেপি বাংলায় হারের ধাক্কাটা এখনও সামলে উঠতে পারেনি। পরিস্থিতি বেগতিক দেখেই বারাণসীতে মমতাদিদিকে কালো পতাকা দেখানো হয়েছে। এটা বিজেপির হতাশারই বহিঃপ্রকাশ। কারণ ওরা জানে এবার ওরা লজ্জাজনকভাবে হারছে।'

উত্তরপ্রদেশের ষষ্ঠ পর্যায়ের ভোটে বারাণসী ভোট রয়েছে। এখানে প্রচারের ঝাঁঝ বাড়িয়েছেন মোদী। আগামী তিনদিন সেখানেই তাঁর প্রচার চলবে। এই আবহেই সমাজবাদী পার্টির হয়ে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় বারাণসীতে পা রেখেছেন। যাকে কেন্দ্র করেই তপ্ত ভোটের বারাণসী। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার উত্তরপ্রদেশের জেলায় জেলায় বিক্ষোভ দেখাবে তৃণমূল।

bjp Mamata Banerjee Benaras Uttarakhand Poll 2022
Advertisment