Advertisment

ভ্যাকসিন বণ্টন নিয়ে কেন্দ্রকে খোঁচা মুখ্যমন্ত্রীর, আইনশৃঙ্খলা প্রশ্নে ঘুরিয়ে ইউপিকে কটাক্ষ

CM at Nabanna: সমুদ্রপাড়ে ব্যবসায়ীদের সুবিধার জন্য ফেরি ভ্যান এদিন সরকারি তরফে উপহার দেওয়া হয়েছে স্থানীয় হকারদের।

author-image
IE Bangla Web Desk
New Update
The state government is going to launch 'Duare Sarkar' camp again at the beginning of the new year, announced Chief Minister Mamata Banerjee

ফাইল ছবি

বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন নবান্ন। ইয়াস-সহ একাধিক ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত উপকূলীয় অঞ্চল। দিঘা, মন্দারমণি, তাজপুর পুনর্গঠনে সরকারই পদক্ষেপ করেছে, এদিন ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। সমুদ্রপাড়ে ব্যবসায়ীদের সুবিধার জন্য ফেরি ভ্যান এদিন সরকারি তরফে উপহার দেওয়া হয়েছে স্থানীয় হকারদের। তাঁদের ব্যবসায়িক স্বার্থ নিশ্চিত করতেই সরকারের এই উদ্যোগ। এদিন নবান্নে জানান মুখ্যমন্ত্রী। সৈকত সরণির বিপর্যস্ত দোকান সারিয়ে ব্যবসায়ীদের হাতে চাবি তুলে দেওয়া হয়। নবান্ন থেকে ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানের তদারকি করেন।

Advertisment

এদিন ঠিক কী বললেন তিনি?

  • ১৯ লক্ষ মানুষ সরকারি সুবিধার সুযোগ পেয়েছেন
  • ঘূর্ণিঝড়ে দিঘা-মন্দারমনি-তাজপুর-সহ একাধিক জায়গা ক্ষতিগ্রস্ত
  • পূর্ব মেদিনীপুরে ৫ কোটি ম্যানগ্রোভ লাগানো হয়েছে
  • দিঘা সাজিয়ে তুলতে তিনটি পরিকল্পনা নেওয়া হয়েছে
  • কী কারণে প্রকৃতির রোষ সামলে সম্পত্তি বাঁচানো যায় সেই পরিকল্পনা নেওয়া হয়েছে
  • ইয়াসের মতো চারটি সাইক্লোন সব ছারখার করে দিয়েছে
  • দিঘা, সুন্দরবন এবং ঘাটাল মাস্টার প্ল্যানের মাধ্যমে একাধিক পরিকল্পনা
  • দুয়ারে ত্রাণের মাধ্যমে দুর্গতদের আবেদন পেয়েছি
  • আবেদন পাওয়ার পর সত্যতা যাচাই করা হয়েছে
  • ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত দোকান সারাতে পদক্ষেপ
  • ফরাক্কা জল চুক্তির সময় কেন্দ্রের কাছ থেকে কোনও টাকা পাইনি 
  • ভ্যাকসিন প্রয়োজন ১৪ কোটি ডোজ, হাতে পেয়েছি দু কোটির বেশি
  • নিজে কিনেছি ১৮ লক্ষ ডোজ
  • হার মানতে পারছে না বিজেপি, প্রাপ্য কোনও টাকা কিছুই দেয়নি
  • কেন্দ্রীয় সংস্থা ব্যবহার করে রাজ্যকে বদনাম করার চেষ্টা করছে

এদিকে, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উত্তর প্রদেশের আইনশৃঙ্খলা নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। "ইউপিতে একটার পর একটা ঘটনা ঘটছে। ক'টা কেন্দ্রীয় কমিশন ওখানে গিয়েছে? কমিশনকে দিয়ে মিথ্যা রিপোর্ট দিয়ে রাজ্যকে বদনাম করার চেষ্টা চলছে। প্রধানমন্ত্রী ভালোই জানেন উত্তরপ্রদেশে কী হচ্ছে? ওখানে সাংবাদিকদেরও রেয়াত করা হচ্ছে না। বাংলায় হেরেছে বলে বদনাম করার চেষ্টা করছে। এভাবেই সরব হয়েছেন তিনি? উত্তরপ্রদেশে বিজেপি সরকার তাই সব ভাল? গঙ্গায় দেহ ভেসে ওঠা, সেটার কী জবাব?" এদিন প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee Digha Yaas Tajpur CM at Nabanna Master Plan
Advertisment