Advertisment

‘সংবিধান মেনে কাজ করুন বিধানসভার অধ্যক্ষ’, ট্যুইটে পরামর্শ জগদীপ ধনকড়ের

Jagdeep Dhankar: ‘বিধানসভার অধ্যক্ষ নিজের অন্তরাত্মার কথা শুনুন। সংবিধানের সারমর্মে বিশ্বাস রেখে সাংবিধানিক পথে বিধানসভা পরিচালনা করুন।'

author-image
IE Bangla Web Desk
New Update
Bengal Governor, Jagdeep Dhankar,

ফাইল ছবি

Jagdeep Dhankar: সর্বভারতীয় অধ্যক্ষ সম্মেলনে কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তা এবং রাজ্যপালের ভূমিকা নিয়ে সরব হয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়। এবার বিমান বন্দ্যোপাধ্যায়কে ট্যুইটে পাল্টা জবাব দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষকে সাংবিধানিক এক্তিয়ারের মধ্যে থেকেই কাজ করতে পরামর্শ দিয়েছেন রাজ্যপাল। তিনি ট্যুইটে লেখেন, ‘বিধানসভার অধ্যক্ষ নিজের অন্তরাত্মার কথা শুনুন। সংবিধানের সারমর্মে বিশ্বাস রেখে সাংবিধানিক পথে বিধানসভা পরিচালনা করুন। মানুষের স্বার্থে  আমাদের একসঙ্গে কাজ করতে হবে।‘

Advertisment

পাশাপাশি অধ্যক্ষ এবং রাজ্যপালের সাম্প্রতিক কথোপকথনের একটি অংশ ট্যুইটারে পোস্ট করেন রাজ্যপাল। ২৪ অগাস্ট রাজ্যপালের প্রশ্নের জবাবে ৬ সেপ্টেম্বর অধ্যক্ষ কী জবাব দিয়েছিলেন? সেই অংশ এদিন সোশাল মিডিয়ায় তুলে ধরা হয়েছে।     

এদিকে, অধ্যক্ষদের সম্মেলনে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সাংসদদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে গেলে লোকসভার অধ্যক্ষর অনুমতি লাগে। বিধায়কদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। কিন্তু বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিধানসভা এড়িয়ে অন্য জায়গা থেকে অনুমতি নেওয়া হচ্ছে।‘

তাঁর অভিযোগ, ‘কিছু বিধায়ক বিধানসভা এড়িয়ে রাজ ভবনে দরবার করছেন। রাজ্যপাল তাঁদের অভিযোগ শুনে বিধানসভার খুঁটিনাটি বিষয়ে নাক গলাচ্ছেন।‘ আর এই অভিযোগের প্রেক্ষিতেই এদিন  ট্যুইটে সরব হয়েছিলেন রাজ্যপাল।   এদিকে, বিজেপি অধ্যক্ষের এই অবস্থানকে কটাক্ষ করেছে বিজেপি। দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, ‘তৃণমূল নেতাই রয়ে গেলেন বিমান বন্দ্যোপাধ্যায়। অধ্যক্ষ হয়ে উঠতে পারলেন না।‘

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bengal Assembly Jagdeep Dhankar Bengal Governor Biman Banerjee
Advertisment