নতুন ইতিহাসের সামনে পশ্চিমবঙ্গ বিধানসভা। রাত ২টোর সময় বিধানসভার অইবেশন ডাকলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। টুইটে এই ঘোষণা করেছেন তিনি। জানিয়েছেন, রাজ্য মন্ত্রিসভার অনুমোদনে সায় দিয়ে বিধানসভায় আসন্ন বাজেট অধিবেশন বসবে ৭ মার্চ ২টোর সময়। অর্থাৎ, ৬ মার্চ রাত ২টোয় শুরু হবে অধিবেশন।
টুইটে রাজ্যপাল লিখেছেন, 'সংবিধানের ১৭৪(১) ধারা অনুসারে মন্ত্রিসভার অনুমোদন ক্রমে রাজ্য বিধানসভার অধিবেশন ৭ মার্চ ২টোর সময় আরম্ভেব আহ্বান করছি। মধ্যরাতে অধিবেশন ডাকার ঘটনা অস্বাভাবিক ও নয়া ইতিহাস রচনার বিষয়, কিন্তু এটা ক্যাবিনেটের সিদ্ধান্ত।'
কেন মধ্যরাতে অধিবেশন ডাকার প্রয়োজন হল? টুইটে তারও ব্যাখ্যা দিয়েছেন রাজ্যপাল। রাজ্যপাল জানিয়েছেন, বিধানসভার অধিবেশন নিয়ে তিনি মুখ্যসচিবের সঙ্গে আলোচনা করতে চেয়েছিলেন। বৃহস্পতিবার তাঁকে বেলা বারোটার রাজভবনে তলব করা হয়েছিল। তবে, রাজভবনে উপস্থিত হননি মুখ্যসচিব। তিনি জানিয়েছিলেন যে, সরকারি অনুষ্ঠানের কারণে আজ রাজভবনে যেতে পারছেন না তিনি। এরপরই মন্ত্রিসভার অনুমোদন মতো মধ্যরাতেই বিধানসভার অধিবেশন ডাকেন রাজ্যপাল। তবে, সরকারি নথি দিয়ে ধনকড় টুইটে জানিয়েছেন যে, কেন মন্ত্রিসভার এই সিদ্ধান্ত? তা তাঁকে জানাতে বলা হয়েছে।
জানা গিয়েছে যে, সরকারি যে নথি রাজ্যপালের কাছে পাঠানো হয়েছিল নবান্নের তরফে তাতে প্রথমে বিদানসভার শুরুর সময় ৭ মার্চ দুপুর ২টোয় হলেও, নথির শেষ ওই দিন রাত ২টোর উল্লেখ ছিল। ক্ল্যারিকাল সেই ভুলকেই হাতিয়ার করেছেন বাংলার রাজ্যপাল।
সরকারের সিদ্ধান্তকে কটাক্ষ করে টুইট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।