Advertisment

Jagdeep Dhankhar: ‘তোলাবাজি চলছে রাজ্যে’, শাহি সাক্ষাতের পর সরব রাজ্যপাল, ‘ভিত্তিহীন', পাল্টা কুণাল

Jagdeep Dhankhar meets Amit Shah: এই সফরে তিনি রাষ্ট্রপতি-সহ কয়লা মন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Jagdeep Dhankhar, Amit Shah, Bangla News, Bengali News

এই নিয়ে দ্বিতীয়বার শাহের সঙ্গে সাক্ষাৎ জগদীপ ধনকড়ের। এক্সপ্রেস ফাইল ফটো

Jagdeep Dhankhar: তিন দিনের দিল্লি সফরের কথা থাকলেও, গত পাঁচদিন ধরে রাজধানীতে রাজ্যের রাজ্যপাল। শনিবার তিনি আরও এক দফা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এই সফরে এই নিয়ে দ্বিতীয়বার ধনকড়-অমিত শাহ সাক্ষাৎ। বৈঠক থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে বাংলার আইনশৃঙ্খলার অবনতি নিয়ে সরব হয়েছিলেন জগদীপ ধনকড়। তিনি বলেন, ‘সংবিধান, আইনের শাসনের সঙ্গে কোনও সমঝোতা নয়। আমি দিল্লিতে অনেকজনের সঙ্গে কথা বলেছি। পশ্চিমবাংলায় এমন অবস্থা নিজের বাড়ি থাকতে কিংবা ছোট ব্যবসা করতেও তোলা দিতে হচ্ছে। অনেক পরিবার আছে যারা, তাঁদের আপনজনকে হারিয়েছে।‘

Advertisment

উল্লেখযোগ্য ভাবে এই সফরে তিনি রাষ্ট্রপতি-সহ কয়লা মন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেছে। রাজ্যের তৃণমূল সরকারের প্রশাসন পরিচালনা এবং আইনশৃঙ্খলার অবনতি সংক্রান্ত একগুচ্ছ অভিযোগ নিয়ে তাঁর এই দিল্লি সফর। এমনটাই সূত্রের খবর। সম্ভবত কয়লা পাচার-কাণ্ডে নিয়েও কয়লা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন রাজ্যপাল। এমনটাই রাজ ভবন সূত্রে খবর। এদিকে, রাজ্যপালের এদিনের বৈঠককে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘রাজ্যপাল ভিত্তিহীন অভিযোগ করছেন। সাংবিধানিক পদের মর্যাদা ভূলুণ্ঠিত করছেন। রাজ্য বিধানসভা ভোটের হার মেনে নিতে পারেনি বিজেপি। তাই রাজ্যপালকে দিয়ে এসব করাচ্ছে তারা।‘

আরও পড়ুন দিল্লিতেই থেকে গেলেন রাজ্যপাল, আরও একবার শাহী সাক্ষাতের জল্পনা

এদিকে, দিল্লি উড়ে যাওয়ার আগে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছিলেন রাজ্যপাল। বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী রাজ্যপাল প্রসঙ্গে বলেন, “সবাই যখন বলে আমার কী বলার দরকার। একটা বাচ্চা হলে বকে চুপ করানো যায়। নীরবতাই শ্রেয়।” ধনকড়কে সরানোর জল্পনা নিয়ে মমতার কটাক্ষ, “আসা-যাওয়ার গান ওরাই গায়। ওনাকে রাজ্যপাল করার সময়ও পরামর্শ নেয়নি কেউ। রাজ্যপাল বদলালে রাজ্যের সঙ্গে পরামর্শ করতে হয়। আমি তো প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি, ওনাকে সরানোর জন্য। আগেও বহুবার চিঠি লিখে আবেদন করেছি।

আরও পড়ুন ‘রাজ্যে হিংসা ও বিরোধীদের ওপর নির্যাতনে নীরব মুখ্যমন্ত্রী’, মমতাকে কড়া চিঠি রাজ্যপালের

অপরদিকে, তাঁকে সরানো হতে পারে, এই জল্পনার মধ্যেই মঙ্গলবার দিল্লি গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সেখানে একবার দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। তবে শুক্রবার তাঁর কলকাতায় ফেরার কথা থাকলেও তিনি ফেরেননি। শনিবার আরও একবার অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ শেষে এদিন সন্ধ্যায় কলকাতায় ফিরবেন তিনি। এমনটাই রাজভবন সূত্রে খবর।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

amit shah Jagdeep Dhankhar
Advertisment