Advertisment

‘বাংলার মানুষ বিচার করবেন’, কল্যাণের মন্তব্যে ‘অপমানিত’ রাজ্যপাল

রাজ্যপাল লেখেন, ‘কল্যাণের মন্তব্যে স্তম্ভিত।'

author-image
IE Bangla Web Desk
New Update
corruption in gta need audit says west bengal governor jagdeep dhankhar

রাজ্যপাল জগদীপ ধনকড়। ফাইল ছবি

রাজ্যপালকে জেলে ঢোকানোর হুশিয়ারি দিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই হুশিয়ারির পাল্টা এদিন ট্যুইট করেন জগদীপ ধনকড়। ট্যুইটে রাজ্যপাল লেখেন, ‘কল্যাণের মন্তব্যে স্তম্ভিত। তিনি তৃণমূলের প্রবীণ নেতা। প্রবীণ সাংসদ। একজন অভিজ্ঞ আইনজীবী। তাঁর মুখে এমন কথা শুনে আমি স্তম্ভিত।‘

Advertisment

তিনি যোগ করেছেন, ‘বাংলার সংস্কৃতিবান মানুষই এর বিচার করবেন।‘ এদিকে, যত দিন যাচ্ছে, তত রাজ্যপালের প্রতি আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল এই সাংসদ এবার জগদীপ ধনকড়ের বিরুদ্ধে থানায় ডায়রি করার নিদান দিলেন। এদিন দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘”রাজ্যপালের বিরুদ্ধে থানায় থানায় ডাইরি করুন। যা নিয়ে এখন কিছু হবে না। যেদিন মেয়াদ শেষ হবে, সেদিনই ব্যবস্থা হবে। ওঁকে ঢোকানো হবে প্রেসিডেন্সি জেলেই। “

তিনি আরও বলেছেন, ‘রাজ্যপালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যায় না। সেটা আমি জানি। কিন্তু এখন থেকেই থানায় থানায় ডায়রি করে রাখুন। ওর মেয়াদ শেষ হলেই ব্যবস্থা হবে। এই কেসগুলো খোলা হবে।‘

যদিও তৃণমূল সংবিধান মানে না বলে এদিন কটাক্ষ করেছে বিজেপি। দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে আইনিজীবী হয়ে, সরকারের হয়ে একাধিক মামলা লড়ে কীভাবে এই কথা বলতে পারে? বোঝাই যাচ্ছে সংবিধানে আস্থা নেই শাসক দলের।‘

Kalyan Banerjee Tweet Presidency jail Bengal Governor Jagdeep Dhankar
Advertisment