Advertisment

কোন যুক্তিতে 'সাম্প্রদায়িক' অর্জুনকে দলে নিল তৃণমূল? সোচ্চার ইমাম সংগঠন

ইমাম সংগঠনের এই পদাধিকারী প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, 'সময় কিন্তু সবকিছু মনে রেখে দেয়।'

author-image
IE Bangla Web Desk
New Update
Bengal Imam Association criticized Arjun Singh for joining tmc

অর্জুন সিংয়ের ঘরওয়াপসি।

বাবুল সুপ্রিয়র পর এবার ইমামদের নিশানায় সদ্য তৃণমূলে যোগ দেওয়া বিজেপি সাংসদ অর্জুন সিং। কেন 'সাম্প্রদায়িক' অর্জুনকে ফেরাল জোড়া-ফুল? তৃণমূলে এসে কী এনআরসি, সিএএ-এ বিরোধী অবস্থান নেবেন ব্যারাকপুরের সাংসদ? লাউডস্পিকারে আজান বিরোধী মামলা তিনি হাইকোর্ট থেকে প্রত্যাহার করবেন? রাজ্যের শাসক শিবিরকে বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের।

Advertisment

এক রাশ ক্ষোভ উগরে রবিবারই তৃণমূলে যোগ দিয়েছেন অর্জুন সিং। যার বিরুদ্ধেই সরব বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মঃ ইয়াহিয়া। কেন এই বিরোধ? এক ভিডিও বার্তায় মঃ ইয়াহিয়া বলেছেন, 'অর্জুন সিংয়ের তৃণমূলে যোগদানকে ধিক্কার ও নিন্দা জানাচ্ছি। অর্জুন সিংয়ের মত একজন বাংলা বিরোধী, বাঙালি বিরোধীকে কোন যুক্তিতে দলে নেওয়া হল? যাঁকে দলে নেওয়া হল তাঁর বিরুদ্ধে তেলেনিপাড়ায় সাম্প্রদায়িক অশান্তি লাগিয়ে মানুষ খুন করার অভিযোগ রয়েছে। যেসব লোক একবার এদল, আরেকবার সেদল করে, দল পরিবর্তন করে, সাধারণ মানুষকে প্রাণ দিতে হয়, তাঁদের কেন দলে আনা হল সেটাই তৃণমূল নেতৃত্বের কাছে প্রশ্ন।'

বিজেপি সাংসদ হওয়ার দরুন সিএএ, এনআরসি-র পক্ষে কথা বলেছিলেন অর্জুন সিং। মঃ ইয়াহিয়ার প্রশ্ন, তৃণমূলে আসার পর এই ইস্যুতে অর্জুনের অবস্থান কী বদলাবে। সেকি পার্লামেন্টে গিয়ে সিএএ, এনআরসি প্রত্যাহারের দাবিতে মুখর হবে?

তৃণমূল নেতৃত্বকে খোঁচা দিতে শাসক দলের কর্মীদের বিজেপির হাতে মার খাওয়ার বিষয়টি উস্কে দিয়েছেন। মঃ ইয়াহিয়া খান বলেছেন, 'ভাটপাড়ায় তৃণমূল কর্মীদের উপর অত্যাচর কেই ভোলেনি। যাঁরা সাধারণ তৃণমূল কর্মীদের উপর অত্যাচার করছে তাঁদেরই তৃণমূলে নিয়ে এসে বড় পদ দেওয়া হবে? এটাই কী তৃণমূলের সংস্কৃতি?'

ভিডিও বার্তার শেষে ইমাম সংগঠনের এই পদাধিকারী প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, 'সময় কিন্তু সবকিছু মনে রেখে দেয়।'

tmc bjp Arjun Singh
Advertisment