Advertisment

শাহকে চিঠি লকেটের, বেলেঘাটাকাণ্ডে এনআইএ তদন্তের দাবি বিজেপি সাংসদের

বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্য়ায়। 

author-image
IE Bangla Web Desk
New Update
অমিত শাহ, লকেট

অমিত শাহ ও লকেট চট্টোপাধ্য়ায়।

বেলেঘাটার ক্লাবে বিস্ফোরণের ঘটনায় মোদী সেনাপতির দৃষ্টি আকর্ষণ করল বিজেপি। বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্য়ায়।

Advertisment

শাহকে চিঠিতে ঠিক কী লিখেছেন লকেট?

২০১৪ সালে মহাষ্টমীর দিন খাগড়াগড়ে বিস্ফোরণের ঘটনার প্রসঙ্গ টেনে বিজেপি নেত্রী লিখেছেন, ‘‘২০১৪ সালের অক্টোবরেও আমরা একই রকম ঘটনা প্রত্য়ক্ষ করেছিলাম। বর্ধমানের খাগড়াগড়ে স্থানীয় তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ ঘটেছিল। যে ঘটনায় ২ জনের মৃত্য়ু হয়েছিল। ওই ঘটনায় পুলিশ প্রাথমিক তদন্তে বলেছিল, গ্য়াস সিলিন্ডার থেকে বিস্ফোরণ। তাই দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার স্বার্থে বেলেঘাটায় বিস্ফোরণের ঘটনার তদন্তভার এনআইএ-এর হাতে দেওয়ার আর্জি জানাচ্ছি’’।

আরও পড়ুন: মণীশ খুন: আজ টিটাগড়ে বিজেপির ‘হাল্লাবোল’, পদ্ম-নকশাল যোগের অভিযোগ জ্যোতিপ্রিয়র

এ ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়ে সরব হয়েছে পদ্মবাহিনী। যদিও তদন্তপ্রক্রিয়ায় কলকাতা পুলিশের উপরই আস্থা রেখেছে শাসকশিবির। এর আগে, বাংলায় বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় একাধিক টুইটে সোচ্চার হয়ে লেখেন যে, কলকাতা পুলিশ ঘটনা ধামাচাপা দিয়ে চক্রান্তকারীদের আড়াল করছে।

উল্লেখ্য়, গত ১৩ অক্টোবর সাতসকালে বিকট শব্দে কেঁপে ওঠে বেলেঘাটায় গান্ধীভবন লাগোয়া একটি ক্লাব। বিস্ফোরণে ক্লাবের অ্য়াসবেস্টার উড়ে যায়। দেওয়ালের একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়। যদিও কেউ হতাহত হননি। পুজোর মুখে শহর কলকাতায় বিস্ফোরণের খবরে রীতিমতো চাঞ্চল্য় ছড়ায়।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

amit shah Locket Chatterjee
Advertisment