/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/10/nadda-759-new.jpg)
জে পি নাড্ডা।
কয়েকমাস বাদেই একুশের মহাযুদ্ধ। তার আগে ফের নতুন করে সিএএ ইস্য়ুর বোধন ঘটালেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বাংলার মাটিতে দাঁড়িয়েই বিজেপির সর্বভারতীয় সভাপতি বললেন, ‘‘শীঘ্রই সিএএ চালু করা হবে’’। সংশোধিত নাগরিকত্ব ইস্য়ু ঘিরে উত্তাল হয়েছিল গোটা দেশ। গর্জে উঠেছিল মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকারও। বিধানসভা ভোটের মুখে আবারও সেই ইস্য়ুকে নিয়ে যেভাবে সরব হলেন নাড্ডা, তা রাজনৈতিকভাবে অত্য়ন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
ঠিক কী বলেছেন জে পি নাড্ডা?
এদিন শিলিগুড়িতে বিজেপি সর্বভারতীয় সভাপতি বলেছেন, ‘‘করোনা অতিমারীর জেরে সিএএ-র বাস্তবায়ন বিলম্বিত হয়েছে। তবে, পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। কাজ শুরু হয়েছে। এটা (সিএএ) শীঘ্রই কার্যকর করা হবে। আপনারা সকলে সংশোধিত নাগরিকত্ব আইনের উপকার পাবেন। সংসদে এটা পাস হয়েছে। আমরা এটার প্রতি দায়বদ্ধ’’। নাড্ডাকে উদ্ধৃত করে একথা জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই।
আরও পড়ুন: বাংলায় রাষ্ট্রপতি শাসন: টুইটে অমিত শাহকে তুলধোনা অভিষেকের
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/10/nadda-new.jpg)
অন্য়দিকে, ২০২১ সালে বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপিই সরকার গঠন করবে বলে এদিন ফের আত্মবিশ্বাসের সুর শোনা গিয়েছে নাড্ডার গলায়। মমতা বন্দ্য়োপাধ্য়ায় নেতৃত্বাধীন তৃণমূল সরকারকে বিঁধে বিজেপি সভাপতি বলেছেন যে, বাংলার মানুষ হিংসা, কাটমানি সংস্কৃতি নিয়ে নাজেহাল হয়ে গিয়েছেন।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন