Advertisment

‘বাঙালিদেরই বেছে বেছে টার্গেট করা হচ্ছে’, কুলগামকাণ্ডে কেন্দ্রকে নিশানা মমতা বাহিনীর

পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র বলেছেন, ‘‘দেশজুড়ে বাঙালিদেরই টার্গেট করা হচ্ছে’’। কুলগামের ঘটনায় নিন্দায় সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee, মমতা, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জী, মমতা ব্যানার্জি, Mamata Banerjee news, মমতা বন্দ্যোপাধ্যায়ের খবর, Kurseong, কার্শিয়ং, darjeeling, দার্জিলিং

মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: টুইটার।

কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় ৫ বাঙালি শ্রমিককে খুনের ঘটনায় ‘কড়া তদন্তে’র দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ঘটনায় সত্য উদঘাটন করা হোক, এমন দাবিই করেছেন মমতা। কুলগামে জঙ্গি হানায় নিহত বাঙালি ৫ শ্রমিকের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এ ঘটনা প্রসঙ্গে কেন্দ্রকে নিশানা করে পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র বলেছেন, ‘‘দেশজুড়ে বাঙালিদেরই টার্গেট করা হচ্ছে’’। পাল্টা মুখ খুলেছেন বিজেপি নেতা মুকুল রায়ও। কুলগামের ঘটনায় নিন্দায় সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও।

Advertisment

কুলগামের ঘটনায় টুইট করে মমতা লিখেছেন, ‘‘কাশ্মীরের ঘটনা দুর্ভাগ্যজনক। ৫ জন শ্রমিককে পূর্বপরিকল্পিত ভাবে খুন করা হয়েছে। আমরা গভীরভাবে শোকাহত। কাশ্মীরে এখন কোনও রাজনৈতিক কর্মকাণ্ড নেই। আইন-শৃঙ্খলার ভার কেন্দ্র সরকারের হাতে। সে কারণে আমরা এ ঘটনার তদন্তের দাবি জানাচ্ছি, যাতে সত্যটা সামনে আসে’’। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও। রাজ্যপাল বলেছেন, ‘‘এ ঘটনার নিন্দা জানাচ্ছি। বাঙালি শ্রমিকদের মৃত্যুতে শোকাহত’’।

আরও পড়ুন: চূড়ান্ত বাম-কংগ্রেস জোট, তবে তৃণমূলমুখী মান্নান

অন্যদিকে, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, ‘‘সারা দেশে যেভাবে বাঙালিদের টার্গেট করা হচ্ছে, তাতে মুখ্যমন্ত্রী ব্যথিত। কাউকে পুড়িয়ে মারা হচ্ছে, কাউকে গুলি করে মারা হচ্ছে। খুব উদ্বেগের বিষয় এটা। কাশ্মীরে যাঁরা কাজ করেন, তাঁদের কেন সুরক্ষা দেওয়া হবে না?’’ মুর্শিদাবাদে নিহত শ্রমিকদের বাড়িতে গিয়ে তৃণমূলের খলিলুর রহমান বলেন, ‘‘এ ঘটনাতেই স্পষ্ট যে, কাশ্মীরে কোনও শান্তি নেই’’।

এ প্রসঙ্গে বিজেপি নেতা মুকুল রায় বলেন, ‘‘এটা দুর্ভাগ্যজনক ঘটনা...এ ঘটনায় রাজনীতি করা ঠিক নয়। এটাও ঠিক যে, বাংলায় কর্মসংস্থান নেই, সে কারণেই অন্য রাজ্যে কাজের খোঁজে যাচ্ছেন শ্রমিকরা’’।

Read the full story in English

tmc bjp Mamata Banerjee
Advertisment