Advertisment

দিল্লিতে কৌশলী বঙ্গ-বিজেপি, সংসদের বাইরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ

এবার সংসদের বাইরে গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভে সোচ্চার দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিংরা৷

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

পশ্চিমবঙ্গে তৃণমূলের শাসনে নারীরা সুরক্ষিত নন, এই অভিযোগ তুলে এবার সংসদ ভবনের বাইরে গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভে সোচ্চার হতে দেখা গেল বঙ্গ-বিজেপির সাংসদদের৷ বুধবার বাংলায় নারী নির্যাতন, আইনশৃঙ্খলার অবনতি-সহ একাধিক ইস্যুতে সংসদের বাইরে গান্ধীমূর্তির পাদদেশে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখিয়েছেন দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং-সহ বিজেপি সাংসদরা৷

Advertisment

পেগাসাস কাণ্ডের তদন্ত, কৃষি আইন বাতিল-সহ একাধিক দাবিতে এবার বাদল অধিবেশনের শুরু থেকেই সংসদের দুই কক্ষই ছিল তপ্ত৷ ফি দিন সংসদের বাইরে গান্ধীমূর্তির পাদদেশে এসে বিক্ষোভ দেখাতে দেখিয়েছে বিজেপি বিরোধী দলগুলি৷ মোদী সরকারকে তুলোধনা করে সংসদের অন্দরের মতোই বাইরেও সোচ্চার হয়েছে বিরোধীরা৷ তৃণমূলের সাংসদরাও একাধিকবার সংসদের পাশাপাশি বাইরে নানা ইস্যুতে বিক্ষোভ দেখিয়েছেন৷

এবার পালা বিজেপির৷ দিল্লিতে কৌশলী চাল বিজেপির বঙ্গ-ব্রিগেডের৷ তৃণমূলের আমলে বাংলায় মহিলারা সুরক্ষিত নন, এই অভিযোগ তুলে বুধবার সংসদের বাইরে গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভে সোচ্চার দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিংরা৷ নারী নির্যাতনের পাশাপাশি বাংলায় আইন-শৃঙ্খলার অবনতি-সহ একাধিক ইস্যুতে গান্ধীমূর্তির পাদদেশে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে সামিল ছিলেন দিলীপ ঘোষ, অর্জুন সিং, লকেট চট্টোপাধ্যায়-সহ বিজেপির অন্য সাংসদরা।

আরও পড়ুন- ত্রিপুরায় এবার অভিষেক-সহ ছয় নেতার বিরুদ্ধে মামলা! ‘ভয় পেয়েছে বিজেপি’, তোপ কুণালের

উল্লেখ্য, বাগনানে বিজেপি কর্মীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে৷ ঘটনাটি নিয়ে মঙ্গলবারই কলকাতায় সাংবাদিক বৈঠক করে ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপির রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য৷ দলীয় কর্মীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ তুলে রাজ্যের শাসকদলকে তুলোধনা করেছিলেন শমীক৷ একইসঙ্গে ওই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তারও অভিযোগ তুলেছেন শমীক ভট্টাচার্য৷ বুধবার বাগনানের ঘটনা নিয়ে সংসদে সরব হয়েছিলেন এরাজ্যের বিজেপি সাংসদরা৷ তৃণমূলের আমলে রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি ভেঙে পড়েছে বলে অভিযোগ তোলেন বিজেপি নেতারা৷ বিজেপি সাংসদদের অভিযোগ, তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গে নারীরা সুরক্ষিত নন৷ এরই পাশাপাশি এদিন ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়েও সসংদের অন্দরে সরব হতে দেখা গিয়েছে বিজেপি সাংসদদের৷

বিজেপির এদিনের বিক্ষোভ প্রসঙ্গে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়৷ তিনি বলেছেন, ‘‘মানুষতো ওঁদের বাংলায় ছুঁড়ে ফেলেছেন৷ ধর্না দিচ্ছেন ভালো কথা৷ তবে কেন্দ্রীয় সরকার রাজ্যকে বঞ্চনা করছে৷ রাজ্যের প্রাপ্য আদায়ে ধর্না দিলে ভালো করতেন৷’’

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bjp dilip ghosh west bengal politics Locket Chatterjee
Advertisment