'বিশ্বাসঘাতকতা', জিএসটি ক্ষতিপূরণ ইস্য়ুতে মোদীকে চিঠি মমতার

ক্ষতিপূরণ মেটাতে রাজ্য়গুলোকে যে ধার নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে, তার বিরুদ্ধে সরব হয়ে মোদীকে মমতা লিখেছেন, 'বিশ্বাসঘাতকতা' করা হয়েছে।

ক্ষতিপূরণ মেটাতে রাজ্য়গুলোকে যে ধার নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে, তার বিরুদ্ধে সরব হয়ে মোদীকে মমতা লিখেছেন, 'বিশ্বাসঘাতকতা' করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

জিএসটি ক্ষতিপূরণ মেটানো নিয়ে রাজ্য়গুলোর সঙ্গে কেন্দ্রের টানাপোড়েনের আবহে এবার আসরে নামলেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এ ইস্য়ুতে তীব্র ক্ষোভ প্রকাশ করে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠালেন মমতা। ক্ষতিপূরণ মেটাতে রাজ্য়গুলোকে যে ধার নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে, তার বিরুদ্ধে সরব হয়ে মোদীকে মমতা লিখেছেন, 'বিশ্বাসঘাতকতা' করা হয়েছে।

Advertisment

প্রধানমন্ত্রীকে চিঠিতে মুখ্য়মন্ত্রী লিখেছেন, জিএসটি নিয়ে জটিলতা তৈরি হয়েছে, তাতে আমি গভীরভাবে ব্য়থিত। রাজ্য়গুলির সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। চিঠিতে মমতা আরও লিখেছেন, প্রতিশ্রুতি সত্ত্বেও রাজ্য়গুলির উপর একতরফাভাবে বিকল্পের প্রস্তাব চাপানো হয়েছে। রীতিমতো ক্ষোভের সুরে মমতা লিখেছেন, ''রাজ্য়কে সাহায্য় করার বদলে আরও আর্থিক বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা কি ঠিক''।

আরও পড়ুন: কাঠগড়ায় ফেসবুক, এবার জুকারবার্গকে চিঠি তৃণমূলের ডেরেকের

উল্লেখ্য়, ক'দিন আগে কেন্দ্রের তরফে জানানো হয় যে, জিএসটি চালুর দরুণ, চলতি বছরে আয় কমবে ৯৭ হাজার কোটি টাকা। আর করোনার ধাক্কায় কমবে ২.০৩ লক্ষ কোটি টাকা। এর মধ্য়ে ৬৫ হাজার কোটি টাকা সেস তহবিল থেকে ক্ষতিপূরণ বাবদ দিতে পারবে কেন্দ্র। তা সত্ত্বেও ঘাটতি থাকবে ২.৩৫ লক্ষ কোটি টাকা। এই পরিস্থিতিতে রাজ্য়গুলিকে ক্ষতিপূরণ মেটাতে ২টি বিকল্পের প্রস্তাব দিয়েছে কেন্দ্র। এক, বাজার থেকে ৯৭ হাজার কোটি টাকা ধার নিক রাজ্য়গুলো। নতুবা পুরো ২.৩৫ লক্ষ কোটি টাকা শর্তসাপেক্ষে ঋণ নিক তারা।

Advertisment

কেন্দ্রের এই প্রস্তাব নাকচ করে গর্জে উঠেছে অধিকাংশ অ-বিজেপি রাজ্য়। পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, কেরালা, দিল্লি, ছত্তীসগড়, তেলঙ্গানা, রাজস্থআ, পুদুচেরির মতো রাজ্য় ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি কেন্দ্রীয় প্রস্তাব খারিজ করেছে। অন্য়দিকে, জিএসটি ক্ষতিপূরণ মেটাতে কেন্দ্রই ঋণ নিক, এই সওয়াল করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন তেলঙ্গানা, তামিলনাড়ু, দিল্লি, কেরালার মুখ্য়মন্ত্রীরা। একই দাবি জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি দিয়েছেন ছত্তীসগড়ের মুখ্য়মন্ত্রী ভূপেশ বাঘেল।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

PM Narendra Modi Mamata Banerjee