Advertisment

'ভাইপো' এবার 'খোকাবাবু', কটাক্ষ দিলীপের

আদর করে ভাইপো বললে আপত্তির কোথায়। আমি ভাইপো বলি না, বলি খোকাবাবু। উনি তো কোলে চড়েই সাংসদ হয়েছেন।'

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফের 'ভাইপো' বিতর্ক উস্কে দিলেন দিলীপ ঘোষ। 'ভাইপোর বদলে এবার 'খোকাবাবু'! নাম না করেই এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 'খোকাবাবু' বললেন দিলীপ ঘোষ। জানালেন, 'আদর করে ভাইপো বললে আপত্তি কোথায়। আমি ভাইপো বলি না, বলি খোকাবাবু।'

Advertisment

'ভাইপো' বলার বিরুদ্ধে রবিবারই সুর চড়িয়ে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুলেছিলেন 'কে ভাইপো?' সাতগাছিয়ার সভায় চড়া সুরে যুব তৃণমূল সভাপতি বলেছিলেন, 'সবার আক্রমণের কেন্দ্রবিন্দু ভাইপো। কিন্তু কেউ নাম নিতে পারে না। বুকের পাটা থাকলে ভাব বাচ্যে কথা বলে না বলে নাম নিয়ে দেখাক। যিনি আমার নাম নিয়ে মিথ্যে কথা বলেছেন, তাঁকে আমি আদালতের রাস্তা দেখিয়েছি। তাই বলছি, দম থাকলে আমার নাম নিয়ে বলুন।'

অভিষের চ্যালেঞ্জের ছোঁড়ার পর দিনই ফের সরোব মেদিনীপুরের বিজেপি সাংসদ। বললেন, 'ওঁকে খোকাবাবু বলব না তো কী! কোলে চড়ে রাজনীতিতে এসেছেন, এখনও কোলেই বসে আছেন। যাঁরা দল তৈরি করেছেন তাঁরা এখন ব্রাত্য। উনি কোলে চড়ে সাংসদ হয়ে গেলেন।'

দিলীপবাবুর যুক্তি, 'দিল্লিতে যুবরাজকে পাপ্পু বলা হয়। পাপ্পু বলা হবে। ভাইপো বললে ক্ষতি কি হয়েছে? চিৎকার চেঁচামিচি করে কিছু হবে না। লোক জানেন সব কিছু।'

গতকাল সাতগাছিয়ার সভা থেকে নাম করে দিলীপ ঘোষকে 'গুন্ডা' বলেছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। সেই প্রসঙ্গে এদিন দিলীপবাবু বলেন, 'সাধারণ মানুষের জন্য যা করছি তা যদি গুন্ডামি হয় তবে তাই। এই তো সবে শুরু। গুন্ডামি দেখেছেন কি, আরও অনেক দেখতে হবে।'

অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার বিজেপি নেতাদের নাম করে করে আইনি লড়াইয়ের কথা উল্লেখ করেছিলেন। 'গুন্ডা' বলায় কি দিলীপ ঘোষ আইনের দ্বারস্থ হবেন? বিজেপি রাজ্য সভাপতি বলেন, 'আমাদের উকিল সবটা দেখছেন, তবে আইন নয় মানুষের চিন্তা ভাবনা করা উচিত কি ধরণের ভাষা প্রকাশ্যে ব্যবহার করা হচ্ছে। মানুষ তুলতেও পারে-ফেলতেও পারেন।'

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc bjp dilip ghosh abhishek banerjee
Advertisment