Advertisment

জন্মদিনেই গুরুদায়িত্ব! মোদীর উপস্থিতিতেই শপথ মুখ্যমন্ত্রীর

রাজস্থানের ১৪তম মুখ্যমন্ত্রী হিসেবে আজ দুপুর ১টায় শপথ নিলেন ভজন লাল শর্মা।

author-image
IE Bangla Web Desk
New Update
Rajasthan CM Swearing in Ceremony, PM Modi, Narendra Modi, PM Modi in Jaipur, Bhajan Lal Sharma Swearing in Ceremony, Bhajan Lal Sharma Oath Taking Ceremony, Rajasthan Elections, Chief Minister Bhajan Lal Sharma

রাজস্থানের ১৪তম মুখ্যমন্ত্রী হিসেবে আজ দুপুর ১টায় শপথ নিলেন ভজন লাল শর্মা

জন্মদিনেই রাজস্থানের ১৪তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন রাজস্থানের নয়া মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা। প্রধানমন্ত্রী মোদী ছাড়াও শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজি্বির ছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। রাজস্থানের রাজ্যপাল কালরাজ মিশ্র রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীকে ও শপথবাক্য পাঠ করান।

Advertisment

রাজস্থানের ১৪তম মুখ্যমন্ত্রী হিসেবে আজ দুপুর ১টায় শপথ নিলেন ভজন লাল শর্মা। জয়পুরের রাম নিবাস বাগের অ্যালবার্ট হলের সামনে শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিল তারকার মেলা। শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ সহ বহু কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত ছিলেন। একই সঙ্গে আজ দিয়া কুমারী এবং ড. প্রেমচাঁদ বৈরওয়াও মন্ত্রিপরিষদের সদস্য এবং উপ-মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন৷

বিজেপি শাসিত ১৭ টি রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদেরও শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়। ভজন লাল শর্মার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পাশাপাশি, দিয়া কুমারী এবং ড. প্রেমচাঁদ বৈরওয়াও মন্ত্রিপরিষদের সদস্য এবং উপ-মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন।

উল্লেখ্য আজই ৫৬ বছরে পা দিলেন ভজন লাল শর্মা। তিনিই হবেন প্রথম মুখ্যমন্ত্রী যিনি তাঁর জন্মদিন উপলক্ষে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। তাঁর জন্মদিন উপলক্ষে মুখ্যমন্ত্রী ও তাঁর সমর্থকরা একটি রক্তদান শিবিরেরও আয়োজন করেন। মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, নিতিন গড়করি, স্মৃতি ইরানি, পীযূষ গোয়েল, ধর্মেন্দ্র প্রধান, প্রহ্লাদ জোশী অনুষ্ঠানে হাজির ছিলেন।

ভজনলাল শর্মার শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই প্যাটেল, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। ভজন লাল শর্মার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পাশাপাশি, দিয়া কুমারী এবং ড. প্রেমচাঁদ বৈরওয়াও মন্ত্রিপরিষদের সদস্য এবং উপ-মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন৷ রাজস্থানে বাম্পার সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর এক সপ্তাহ ধরে ভারতীয় জনতা পার্টিতে মুখ্যমন্ত্রী মুখ নিয়ে চলেছে চুলচেরা বিশ্লেষণ।

এরপর গত মঙ্গলবার বিধানসভা দলের বৈঠকে মুখ্যমন্ত্রী নির্বাচিত হন ভজন লাল শর্মা। রাজস্থানের বিজেপি বিধায়ক ছাড়াও রাজস্থানের জন্য কেন্দ্রীয় নেতৃত্বের নিযুক্ত পর্যবেক্ষক রাজনাথ সিং, সরোজ পান্ডে এবং বিনোদ তাওড়ে উপস্থিত ছিলেন। বৈঠকে, দুই উপমুখ্যমন্ত্রী দিয়া কুমারী এবং প্রেম চাঁদ বৈরওয়া-এর নাম নিয়েও ঐকমত্যে আসে বিজেপি নেতৃত্ব।

রাজস্থান বিধানসভা নির্বাচনের ২৫ নভেম্বর অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচনের ফলাফল ৩ ডিসেম্বর সামনে আসে। যাতে ভারতীয় জনতা পার্টি, রাজস্থানের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে রাজস্থান বিধানসভা নির্বাচনে, বিজেপি পেয়েছে ১১৫ টি আসন, আর কংগ্রেস পেয়েছে ৬৯ টি আসন।

CM rajasthan
Advertisment