Advertisment

Bhangar Power Grid Movement: ভাঙড় আন্দোলনের নেতা অলীক গ্রেফতার

ভাঙড় আন্দোলনের নেতাদের পক্ষ থেকে গ্রেফতারির খবর প্রথমে অস্বীকার করা হলেও, কিছুক্ষণ পরেই অলীকের স্ত্রী শর্মিষ্ঠা চক্রবর্তীর নামে একটি প্রেস বিবৃতি প্রকাশ করা হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
cpiml red star leader alik chakrabarty arrested

ভুবনেশ্বরে ধৃত অলীক চক্রবর্তী

ভাঙড় আন্দোলন তথা সিপিআই (এমএল) রেড স্টার নেতা অলীক চক্রবর্তীকে গ্রেফতার করেছে বারুইপুর জেলা পুলিশ। ওড়িশা থেকে তাঁকে গ্রেফতারের খবর মিলেছে।

Advertisment

এদিন ওড়িশার এক হাসপাতাল থেকে অলীক চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। মোবাইল টাওয়ারের লোকেশন দেখেই তাঁর হদিশ পাওয়া যায়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অলীকের বিরুদ্ধে খুনের মামলা সহ আরো বহু মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদের পরেই আরও তথ্য জানা যাবে বলে মনে করছে পুলিশ।

আরও পড়ুন: মৃত্যু হলেও পাওয়ারগ্রিড হতে দেব না, ভাঙড়ে জয়ের পর বললেন নির্দল প্রার্থী

ভাঙড় আন্দোলনের নেতাদের পক্ষ থেকে অলীকের গ্রেফতারির খবর প্রথমে অস্বীকার করা হলেও, কিছুক্ষণ পরেই জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির পক্ষ থেকে অলীকের স্ত্রী শর্মিষ্ঠা চক্রবর্তীর নামে একটি প্রেস বিবৃতি প্রকাশ করা হয়। ওই বিবৃতিতে অলীকের দ্রুত ও নিঃশর্ত মুক্তির দাবি করা হয়েছে। চিকিৎসার জন্য অলীক ভুবনেশ্বরে গিয়েছিলেন বলে জানিয়ে ওই প্রেস বিবৃতিতে পুলিশের হাতে ধৃত নেতার জীবন সংশয়েরও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

ভাঙড়ে পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনের সুবাদে পরিচিত হয়ে ওঠেন সিপিআই (এমএল) রেড স্টার দলের এই নেতা। গত দু বছর ধরে আত্মগোপন করে রয়েছেন তিনি। ভাঙড় আন্দোলনের বেশ কয়েকজন নেতা-নেত্রী গ্রেফতার হলেও, ধরা পড়েননি অলীক চক্রবর্তী। এবারের পঞ্চায়েত ভোটে ভাঙড় আন্দোলনের সঙ্গে যুক্ত পাঁচজন জিতেছেন। পঞ্চায়েত ভোটের মিছিলে গিয়ে গুলিবিদ্ধ হয়ে খুন হয়েছিলেন একজন। এ ব্যাপারে অভিযোগের তির ছিল তৃণমূল কংগ্রেসের দিকে। তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলামকে এ ঘটনার জেরে গ্রেফতারও করা হয়েছে।

Bhangar cpiml red star
Advertisment