Advertisment

হাইকোর্টের নির্দেশে মনোনয়নপত্র জমা দিলেন ভাঙড়ের তিনজন আন্দোলনকারী

২০১৩ সালে বিদ্যুৎ গ্রিড স্টেশনের নির্মাণকাজকে ঘিরে ব্যাপক হিংসা দেখা দেয়, ঘটনাস্থলে দুই যুবকের মৃত্যুও হলে দাবি করা হয় তারা তৃণমূল কংগ্রেস সমর্থিত গুন্ডা।

author-image
IE Bangla Web Desk
New Update
Calcutta High Court on wednesday due to the effect of two days nation wide strike called by All India bar council *** Local Caption *** Calcutta High Court on wednesday due to the effect of two days nation wide strike called by All India bar council .Express Photo By Partha Paul-kolkata-110712.

কলকাতা হাইকোর্ট। ছবি- পার্থ পাল

সোমবার কলকাতা হাইকোর্টের নির্দেশের পর জমি, জীবিকা, পরিবেশ ও বাস্তুতন্ত্র রক্ষণ কমিটির তিন জন প্রার্থী পঞ্চায়েত প্রার্থী হিসাবে মনোনয়নপত্র পেশ করল। ১৯জন প্রার্থীর মধ্যে মাত্র ৩জন আগামী মাসে পঞ্চায়েত নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিতে সমর্থ হয়।

Advertisment

হাইকোর্ট একটি নির্দেশিকা জারীর পর গাজীপুরের সুলতান হোসেন মোল্লা, খামারাই গ্রামের মহম্মদ আজিবুল মোল্লা এবং মুন্সিপাড়া গ্রামের তালওয়ারা বিবি এদিন কলকাতায় রাজ্য নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। ৬এপ্রিল পুলিশি নিরাপত্তায় ১৯জন প্রার্থী মনোনয়ন জমা দিতে ভাঙড়ের দ্বিতীয় বিডিও অফিসে এসেছিলেন।সেসময় তৃণমূল সমর্থিত কিছু গুন্ডা সে অফিসে হামলা চালায় অভিযোগ করেন তাঁরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে মোট ৪০জনকে গ্রেপ্তার করে কাশিপুর থানায় নিয়ে যায়।

JJPOBRCর তিনটি পঞ্চায়েত সমিতি জন্য পঞ্চায়েত সদস্যদের পদে ১৬জন প্রার্থীকে মনোনীত করার কথা ছিল। কিন্তু মনোনয়ন দাখিল করেছে যে তিন জন প্রার্থী তাঁরা পঞ্চায়েত সদস্য পদের জন্য এবছর নির্বাচনে অংশ নেবে। হামলার পরের দিন কলকাতায় রাজ্য নির্বাচন কমিশনের সামনে প্রতিবাদ জানান JJPOBRCর সদস্যরা। এরপর মনোনয়ন পেশের সময় তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়।

ভাঙড় গ্রামবাসীদের অভিযোগ, নিরস্ত্র মানুষের উপর তৃণমূল কংগ্রেস সমর্থিত গুন্ডারা গুলি চালাচ্ছে। গত বছরও পরিস্থিতি এতটাই তীব্র হয়ে উঠেছিল যে পুলিশ ১২টি গ্রামে ঢুকতেই পারেনি। এমনকি গ্রামের লোকেরা কর্তৃপক্ষকে হাইটেনশন বৈদ্যুতিক টাওয়ার লাগাতেও বাধা দিয়েছিল। বিক্ষোভ দেখানোর পরে বেশিরভাগ নেতা ও কর্মীদের  গ্রেফতার করা হয়।

Bhangar panchayat vote
Advertisment