Advertisment

Bharat Jodo Nyay Yatra: ভারত জোড়ো ন্যায় যাত্রায় বিজেপি হামলা, মারাত্মক অভিযোগ কংগ্রেসের

রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় বিজেপি কর্মীদের আক্রমণে হিমন্ত বিশ্ব শর্মাকে নিশানা করেছে কংগ্রেস। দলের অভিযোগ, ১৯ জানুয়ারি শুক্রবার গভীর রাতে অসমে লখিমপুর শহরে রাহুল গান্ধীর যাত্রা চলাকালীন যানবাহন ভাঙচুর চালায় স্থানীয় বিজেপি কর্মীরা। এই ঘটনার একটি ভিডিও শেয়ার করে কংগ্রেস বলেছে যে বিজেপি সরকার 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'কে ভয় পাচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Gandhi resumed the Bharat Jodo Nyay Yatra from the Rajgarh-Hollongi border in Arunachal Pradesh on Sunday.

ভারত জোড়া ন্যায় যাত্রা লাইভ: গান্ধী রবিবার অরুণাচল প্রদেশের রাজগড়-হলোঙ্গি সীমান্ত থেকে ভারত জোড় ন্যায় যাত্রা পুনরায় শুরু করেছেন।

রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় বিজেপি কর্মীদের আক্রমণে হিমন্ত বিশ্ব শর্মাকে নিশানা করেছে কংগ্রেস। দলের অভিযোগ, ১৯ জানুয়ারি শুক্রবার গভীর রাতে অসমে লখিমপুর শহরে রাহুল গান্ধীর যাত্রা চলাকালীন যানবাহন ভাঙচুর চালায় স্থানীয় বিজেপি কর্মীরা। এই ঘটনার একটি ভিডিও শেয়ার করে কংগ্রেস বলেছে যে বিজেপি সরকার 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'কে ভয় পাচ্ছে।

Advertisment

ভিডিওটি শেয়ার করার সময় কংগ্রেস লিখেছে, "বিজেপি গুন্ডারা অসমের লখিমপুরে 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'-এর কনভয়কে আক্রমণ করেছে। 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'-র পোস্টার ও ব্যানার ছিঁড়েছে এবং গাড়ি ভাঙচুর করেছে। কংগ্রেসের তরফে বলা হয়েছে 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' যে ভালোবাসা ও জনসমর্থন পাচ্ছে তাতে বিজেপি সরকার ভীত-সন্ত্রস্ত। দলের তরফে বিজেপি সরকারকে নিশানা করে বলা হয়েছে কোনো শক্তি 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' বন্ধ করতে পারবে না। যাত্রা চলবে… যতক্ষণ না আমরা আমাদের ন্যায়বিচারের অধিকার না পাই।"

রাজ্যের কংগ্রেস ইউনিট লিখেছে "রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় মানুষের সক্রিয় অংশ গ্রহণের কারণে হিমন্ত সরকার অস্বস্তিতে পড়েছে।" অপর একটি টুইটে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে লিখেছেন যে লখিমপুরে বিজেপি গুন্ডাদের ভারত জোড়ো ন্যায় যাত্রার কনভয়ের উপর হামলা লজ্জাজনক। বিজেপি ভারতের জনগণকে সংবিধান প্রদত্ত প্রতিটি অধিকার এবং ন্যায়বিচারকে চূর্ণবিচূর্ণ ও ধ্বংস করার চেষ্টা করেছে। তারা মানুষের কণ্ঠস্বরকে চাপা দিতে চায়"।

আরও পড়ুন : < Ram Mandir Inauguration: বিশ্বজুড়ে উন্মাদনা, মরিশাসের মন্দিরে জ্বলবে মাটির প্রদীপ, ‘প্রাণ প্রতিষ্ঠার’ সাক্ষী আইফেল টাওয়ারও >

সাংবাদিক বৈঠকে কংগ্রেসের সাধারণ সম্পাদক অজয় ​​মাকেনও বিজেপিকে নিশানা করে বলেন, অসমের লখিমপুরে হামলা দেখায় যে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেস এবং রাহুল গান্ধীর সমর্থন পেয়ে ভয় পাচ্ছেন। আমরা বিজেপিকে বলতে চাই যে আমরা ভয় পাই না। তাদের এই যাত্রা থামানোর সাহস করা উচিত নয় যা দেশের মানুষের আওয়াজ তুলেছে।"

rahul gandhi bharat jodo nyay yatra
Advertisment