কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা বর্তমানে অসমের মধ্য দিয়ে যাচ্ছে। তাকে নগাঁওয়ের শ্রী শ্রী শঙ্কর দেব সাতরা মন্দিরে যেতে বাধা দেওয়ার অভিযোগে কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়েছেন কংগ্রেস নেতা। এনিয়ে মোদীকে নিশানা করেছেন রাহুল গান্ধী। তিনি বলেছেন “কে মন্দিরে যাবেন তা কি প্রধানমন্ত্রী মোদী সিদ্ধান্ত নেবেন,”?
অসমে ভারত জোড়ো ন্যায় যাত্রার কনভয়ের উপর হামলাকে "পরিকল্পিত আক্রমণ" বলে দাবি করেছে কংগ্রেস। সোমবার সন্ধ্যায় কংগ্রেস সারা দেশে বিক্ষোভ প্রর্দশন করবে। রবিবার X-এ একটি পোস্টে, কংগ্রেসের সাধারণ সম্পাদক, কেসি ভেনুগোপাল অভিযোগ করেছেন অসমে যাত্রার প্রবেশের পর থেকে, "ভারতের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী আমাদের কনভয়, সম্পত্তি এবং নেতাদের উপর অবিরাম আক্রমণ চালিয়ে যাচ্ছেন"।
রবিবার অসমের সোনিতপুরে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের গাড়িতে হামলা করা হয়েছে বলেই দাবি কংগ্রেসের। এর আগে শনিবার লখিমপুরে ভারত জোড়ো ন্যায় যাত্রায় বিজেপি কর্মীদের পোস্টার এবং ব্যানার ছিঁড়ে ফেলার এবং কনভয়ে হামলার অভিযোগ রয়েছে।