ভারত জোড়ো ন্যায় যাত্রা: গতকালই ইন্ডিয়া জোট ছেড়ে এনডিএ-এর সঙ্গে জোট সরকার গঠন করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। আর ঠিক তার একদিন পর বিহারে প্রবেশ করেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'।
সোমবার বিহারের সীমাঞ্চল কিষাণগঞ্জ জেলায় পৌঁছাবে রাহুলের ন্যায় যাত্রা। মুসলিম অধ্যুষিত কিষাণগঞ্জ জেলা কংগ্রেসের শক্ত ঘাঁটি। ন্যায় যাত্রা এমন এক সময়ে রাজ্যে প্রবেশ করছে যখন কংগ্রেসের প্রাক্তন জোটসঙ্গী তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার একদিন আগে আবার রঙ বদলে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সে (এনডিএ)-এর সঙ্গে জোট সরকার গঠন করেছেন।
২০২০ সালের বিহার বিধানসভা নির্বাচনের প্রচারের পরে এটিই রাহুল গান্ধীর বিহারে প্রথম সফর৷ কংগ্রেস নেতা শাকিল আহমেদ খান জানিয়েছেন, রাহুল গান্ধী আজ কিষাণগঞ্জে একটি জনসভায় ভাষণ দেবেন, এরপর মঙ্গলবার নিকটবর্তী জেলা পূর্ণিয়া সফর করবেন৷ একদিন পরে কাটিহারে আরেকটি সমাবেশে ভাষণ দেবেন তিনি।
রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) সভাপতি লালু প্রসাদ এবং কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্যকে পূর্ণিয়ার সমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছে।এদিকে, লোকসভা নির্বাচনে বাংলায় টিএমসি-এর সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে ভারতে মতপার্থক্যর পর, রাহুল গান্ধী রবিবার বাংলা এবং বাঙালিদের দেশে চলমান অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রী তথা টিএমসি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন লোকসভা নির্বাচনে একা লড়াইয়ের ডাক দেওয়ার কয়েকদিন পর রাহুলের এই বিবৃতি সামনে এসেছে।