Advertisment

Lok Sabha elections 2024: 'একতরফা আসন ভাগাভাগি নিয়ে সিদ্ধান্ত'! ৪২ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করতেই মমতাকে নিশানা কংগ্রেসের

কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, দল সোমবার লোকসভা নির্বাচনের প্রার্থীদের দ্বিতীয় তালিকা প্রকাশ করবে।

author-image
IE Bangla Web Desk
New Update
Congress Jairam Ramesh Bharuch

আসন ভাগাভাগির সিদ্ধান্ত কখনই একতরফা হওয়া উচিত নয়, ৪২ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করতেই কংগ্রেসের নিশানায় মমতা!

আপকে ভারুচ লোকসভা আসন ছেড়ে দেওয়ায় কিছুটা হতাশ কংগ্রেস। জোটের অংশ হিসাবেই আপস করেছে দল, এমনই মন্তব্য কংগ্রেস নেতা জয়রাম রমেশের। সামনেই লোকসভা নির্বাচন। তার আগে আসন বন্টন নিয়ে একটা সমাধান সূত্রে পৌঁছেছে আপ-কংগ্রেস।

Advertisment

'ভারুচ লোকসভা আসনটি প্রয়াত কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের স্মৃতি বিজড়িত একটি আসন। তবে দল জোট সঙ্গী আম আদমি পার্টিকে (আপ) এই লোকসভা আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কারণ জোটের কথা মাথায় রেখে কোথাও আপসের প্রয়োজন রয়েছে', রবিবার এমনই মন্তব্য করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। কংগ্রেসের সিনিয়র নেতা যোগ করেছেন যে দল সোমবার সন্ধ্যায় আসন্ন লোকসভা নির্বাচনের জন্য প্রার্থীদের দ্বিতীয় তালিকা প্রকাশ করবে।

কেন আহমেদ প্যাটেলের উত্তরাধিকারীদেওর ভারুচ আসনে লড়াইয়ের ক্ষেত্রে বঞ্চনা করা হয়েছে এই প্রশ্নের উওরে রমেশ বলেছেন, "আমরা দুঃখিত যে আমরা ভারুচ থেকে দল এককভাবে লড়াই করছে না। এটি প্রয়াত আহমেদ প্যাটেলের স্মৃতি বিজড়িত একটি আসন। কিন্তু আমরা গত ৪০ বছরে আসনটি জিততে পারিনি।”

পাশাপাশি তিনি আরও বলেন, “আমি মনে করি মুমতাজ এবং ফয়সাল (প্রয়াত আহমেদ প্যাটেলের সন্তান) কোন অনুপযুক্ত মন্তব্য করেননি । তারা তাদের বেদনা, যন্ত্রণার কথা জানিয়েছে। আমিও তা অনুভব করছি। তারা কংগ্রেসের সঙ্গে রয়েছে। সর্বদা কংগ্রেসের সঙ্গেই থাকবে এতে কোন সন্দেহ নেই"। রমেশ এদিন আরও বলেন, "রাহুল গান্ধী চেয়েছিলেন যে ভারুচ আসনটি কংগ্রেসের লড়া উচিত কারণ এটি আহমেদ প্যাটেলের স্মৃতি বিজড়িত একটি আসন। কিন্তু জোটের আলোচনায় তার কার্যকর হয়নি। আমি দুঃখিত এবং আমাদের সত্যকে মেনে নিতে হবে”।

এদিকে আজ ব্রিগেডে জনগর্জন সভা থেকে আসন্ন লোকসভা ভোটের জন্য ৪২ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। এপ্রসঙ্গে রমেশ বলেন, “গত দুই মাস ধরে আমি বলে এসেছি যে আমাদের আলোচনার দরজা খোলা রয়েছে। টিএমসি ইন্ডিয়া ব্লকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে পাটনা, মুম্বই, বেঙ্গালুরুতে মিটিংয়ে অংশ নিয়েছেন। তাঁর প্রথম অগ্রাধিকার হল বিজেপিকে হারানো। তবে আমি এও বলেছি যে আসন ভাগাভাগির মধ্যে একটি ফর্মুলা থাকা উচিত। কখনই তা একতরফা হওয়া উচিত নয়। উভয় দলের নেতাদের মধ্যে এবিষয়ে আলোচনা হওয়া উচিত"।

আরও পড়ুন : < White Dacoits: কলকাতার আতঙ্ক ‘White Dacoits’, বিখ্যাত শীলবাড়িতে হানা কুখ্যাত গ্যাংয়ের >

কংগ্রেস নেতা আরও বলেছেন, 'আমরা বাংলা থেকে লড়াইয়ের ক্ষেত্রে নিজেদের সরিয়ে রাখিনি। একটা সময় ছিল যখন আমাদের বাংলায় ৪০ শতাংশ ভোট ছিল। টিএমসি আমাদের ভোট কেড়ে নিয়েছে। টিএমসিতে কংগ্রেসের নাম রয়েছে এবং দলও জানে যে তারা কংগ্রেসের নামে ভোট পায়। আমরা দুঃখিত যে তারা আমাদের সঙ্গে তারা আসন ভাগাভাগি নিয়ে আলোচনা করেনি"। উল্লেখ্য টিএমসি আসন্ন লোকসভা নির্বাচনের জন্য প্রার্থীদের সম্পূর্ণ তালিকা ঘোষণা করেছে। আজ ব্রিগেডে সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, 'রাজ্যের ৪২ টি আসনে দল একাই লড়বে এবং জয়ী হবে'।

CONGRESS
Advertisment