ভবানীপুর উপনির্বাচন স্থগিত রাখার দাবি তুললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। সোমবার যদুবাবুর বাজারে প্রচারে গিয়ে তাঁর প্রাণ সংশয়ের পরিস্থিতি তৈরি হয়েছিল বলে অভিযোগ সদ্য প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতির। ভবানীপুরের আইনশৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে বলে তোপ দেগে রাজ্যের শাসকদলকে কাঠগড়ায় তুলেছেন রাজ্য বিজেপির অন্যতম এই শীর্ষ নেতা।
সোমবার প্রচারের শেষ দিনে সকাল থেকে দফায়-দফায় উত্তপ্ত হয় ভবানীপুর। দলীয় প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের হয়ে প্রচারে গিয়ে গো-ব্যাক স্লোগান শুনতে হয় বিজেপি সাংসদ অর্জুন সিংকে। চলে প্রবল বিক্ষোভ। এরই কিছু সময় পরে যদুবাবুর বাজারে প্রচারে যান দিলীপ ঘোষ। তাঁকেও প্রবল বাধার মুখে পড়তে হয়। দিলীপ ঘোষকে ঘিরে ধরে চলে বিক্ষোভ, স্লোগান। বিক্ষোভকারীদের সঙ্গে তুমুল ধস্তাধস্তি শুরু হয়ে যায় দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীদের। বিক্ষোভকারীদের হাত থেকে দিলীপ ঘোষকে বাঁচাতে এক সময় বন্দুক বের করেন তাঁর এক নিরাপত্তারক্ষী। উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিজেপির প্রচারে বাধা দিতে বিক্ষোভ তৃণমূলের, এমনই অভিযোগ পদ্ম শিবিরের।
এদিন বিকেলে সাংবাদিক বৈঠকেও সকালের এই ঘটনা নিয়ে রাজ্যের শাসকদলকে তুলোধনা করেন দিলীপ ঘোষ। ভবানীপুরের আইনশৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে বলে অভিযোগ তুলে আসন্ন নির্বাচন স্থগিত রাখার দাবি তুলেছেন বিজেপি সাংসদ। এদিন দিলীপ ঘোষ বলেন, 'গুণ্ডা দিয়ে ভয় দেখানোর চেষ্টা। পুলিশের সাহায্য চেয়েও পাইনি। আমরা নিশ্চিত সুস্থ নির্বাচন হবে না। ভবানীপুরের ভোটাররা ভয়ে রযেছেন। উপনির্বাচন স্থগিত রাখা হোক।'
আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে হাইভোল্টেজ উপনির্বাচন। তৃণমূলের প্রার্থী খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু থেকেই ভবানীপুরের উপনির্বাচনের প্রচারে বিজেপিকে বাধা দেওয়া হয়েছে বলেও এদিন অভিযোগ দিলীপ ঘোষের। তিনি বলেন, 'প্রথম থেকেই শাসকদলের কর্মীরা প্রচারে বাধা দিচ্ছে। ভবানীপুরে মুখ্যমন্ত্রী প্রার্থী। সেখানেই এই অবস্থা। আমরা নিশ্চিত, অবাধ সুস্থ নির্বাচন হবে না। তৃণমূল বুঝতে পারছে, জেতা মুশকিল। প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকেও বারবার প্রচারে বাধা দেওয়া হয়েছে।'
তৃণমূলকে নিশানা করে সদ্য প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি আরও বলেন, 'আমাকে ঘিরে ধরে আক্রমণ করা হয়। আমার উপর হামলা হয়েছে। আমার জীবন সংশয় হয়েছিল। গায়ের জোরে নির্বাচন হচ্ছে, শেষ দিন গুণ্ডা দিয়ে ভয় দেখানো হল। এর পরেও কি সুস্থ নির্বাচন আশা করা যায়?।'
আরও পড়ুন- ‘নন্দীগ্রামে ছক্কা মেরেছি, ভবানীপুরের ভোট চাপিয়ে দিয়েছেন মমতা’, বিস্ফোরক শুভেন্দু
উল্লেখ্য, ভবানীপুরে উপনির্বাচনের আগে প্রচারের শেষ দিনে তুমুল অশান্তির খবর পৌঁছেছে নির্বাচন কমিশনের কাছে। জাতীয় নির্বাচন কমিশনে এব্যাপারে অভিযোগ জানিয়েছেন গেরুয়া নেতারা। এদিনই ভবানীপুরের অশান্তি সম্পর্কে রাজ্য সরকারের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চেয়েছে জাতীয় নির্বাচন কমিশন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন