Bhawanipur Bypoll Result 2021: ভবানীপুরে জয় পেলেন 'ঘরের মেয়ে' মমতা বন্দ্যোপাধ্যায়। লিডের পাহাড় গড়লেন তৃণমূল প্রার্থী। ভেঙে দিলেন ২০১১ সালের ভোটের ব্যবধানের রেকর্ড। ৫৮,৮১২ ভোটের ব্যবধানে জয়ী তৃণমূল নেত্রী। কালীঘাটে সবুজ আবীর খেলায় আকাল হোলির পরিবেশ। এই জয়ের ফলে মুখ্যমন্ত্রীর কুর্সিতেই থাকছেন মমতা বন্দ্যোপুাধ্যায়।
পাশাপাশি জঙ্গিপুর-সামশেরগঞ্জেও জয় পেলেন তৃণমূল প্রার্থীরা। জঙ্গিপুরে রেকর্ড মার্জিনে জয় পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হুসেন। তাঁর জয়ের ব্যবধান ৯২ হাজার ৬১৩। সামশেরগঞ্জে ২৬ হাজারের বেশি ভোট জয় পেয়েছেন জোড়া-ফুল প্রার্থী আমিরুল ইসলাম।
নন্দীগ্রামে পরাজয়ের পর (যদিও এই কেন্দ্রের ফলাফল নিয়ে মামলা চলছে আদালতে) মুখ্যমন্ত্রী পদে থাকতে হলে ভবানীপুরে ভোটে জিততেই হত মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রচারেও বারে বারে এই উপনির্বাচনের গুরুত্বের কথা তুলে ধরেছিলেন তৃণমূল নেত্রী। ভোটারদের ভোটদানের জন্য আহ্বান জানিয়েছিলেন। ঘরের মেয়ের সেই আব্দারে সাড়া দিল ভবানীপুর।।
এবারের ভবানীপুরের ভোট নানা আঙ্গিকে আলাদা। এর মধ্যে উল্লেখযোগ্য এই কেন্দ্রের আটটি ওয়ার্ডের মধ্যে সবকটিতেই জয় পেয়েছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এতেই উচ্ছ্বসিত রাজ্যের মুখ্যমন্ত্রী। ভোটে জয়ের পর তিনি বলেন, 'ভবানীপুরের সব ভোটারদের ধন্যবাদ। প্রায় ৬০ শতাংশের বেশি ভোট পেয়ে জিতেছি। সব ভাষাভাষীর মানুষের ভোট পেয়েছি। এটা চ্যালেঞ্জ ছিল। কোনও ওয়ার্ড আমাদের হারায়নি। ভবানীপুরের ৪৬ শতাংশ ভোটার অবাঙালি। সবাই এবার আমাদের পক্ষে ভোট দিয়েছেন। অতীতে এরকম হয়নি। ২০১১ হোক বা ২০১৬, ২০১৯-য়েও আমরা এখানকার সব ওয়ার্ড জিতিনি। কিন্তু এবার জিতলাম।'
প্রেস্টিজ ফাইটে পরাজয়ের পর অবশ্য দলের সাংগঠনিক দুর্বলতার কথা মেনে নিয়েছেন বিজেপির প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। তবে, ছাপ্পা ভোটেই তৃণমূলের এই জয় বলে দাবি করেছেন তিনি। বলেন, 'মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি। বুথভিত্তিক ফলাফল দেখলেই বোঝা যাবে যে এখানে ছাপ্পা পড়েছে। আমিও খালসা ভোট কেন্দ্র থেকে একাধিক ভুয়ো ভোটার ধরেছি। তবে, বিজেপির সাংগঠনিক ব্যর্থতা আছে তা মানতেই হবে। আগামিতে সেই খামতি আমরা ভরাট করবো বলেও আশাবাদী।'
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
-
Oct 03, 2021 17:11 ISTজঙ্গিপুর-সামশেরগঞ্জও জোড়া-ফুলের দখলে
জঙ্গিপুর-সামশেরগঞ্জেও জয় পেলেন তৃণমূল প্রার্থীরা। জঙ্গিপুরে রেকর্ড মার্জিনে জয় পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হুসেন। তাঁর জয়ের ব্যবধান ৯২ হাজার ৬১৩। সামশেরগঞ্জে ২৬ হাজারের বেশি ভোট জয় পেয়েছেন জোড়া-ফুল প্রার্থী আমিরুল ইসলাম।
-
Oct 03, 2021 16:58 ISTকী বললেন সুকান্ত?
ভবানীপুরের দলীয় প্রার্থীর পরাজয়ের পর কী বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্তু মজুমদার।
-
Oct 03, 2021 16:44 ISTহেরেও ‘ছাপ্পা ভোট’ তত্ত্বেই অনড়় প্রিয়াঙ্কা
ভবানীপুরে হার প্রসঙ্গে ‘ছাপ্পা ভোট’ তত্ত্বে জোর বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের। তাঁর কথায়, ‘মানুষকে ভোট দিতে দিলে এই ফল হতো না। বুথ ভিত্তিক ফল দেখলে বোঝা যাবে ছাপ্পা ভোট হয়েছে। আমি নিজেও অনেক ছাপ্পা ভোটারকে ধরেছি।’ তবে ভবানীপুরে দলের সাংগঠনিক দুর্বলতার কথা স্বীকর করেছেন লড়াকু এই বিজেপি নেত্রী। বিঁধতে ছাড়লেন না বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পড়ুন বিস্তারিত
-
Oct 03, 2021 15:34 ISTভবানীপুর 'দিদি'রই
ভবানীপুরে জয়ী তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। লিডের পাহাড় গড়লেন তৃণমূল প্রার্থী। ভেঙে দিলেন ২০১১ সালের ভোটের ব্যবধানের রেকর্ড। ৫৮,৮১২ ভোটের ব্যবধানে জয়ী তৃণমূল নেত্রী।
-
Oct 03, 2021 15:33 ISTভবানীপুরের সব ওয়ার্ডেই তৃণমূল, ধন্যবাদ 'দিদি'র
এদিন রেকর্ড ব্যবধানে ভোটে জয়ের পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হন। বলেন, 'ভবানীপুরের সব ভোটারদের ধন্যবাদ। প্রায় ৬০ শতাংশের বেশি ভোট পেয়ে জিতেছি। সব ভাষাভাষীর মানুষের ভোট পেয়েছি। এটা চ্যালেঞ্জ ছিল। কোনও ওয়ার্ড আমাদের হারায়নি। ভবানীপুরের ৪৬ শতাংশ ভোটার অবাঙালি। সবাই এবার আমাদের পক্ষে ভোট দিয়েছেন। অতীতে এরকম হয়নি। ২০১১ হোক বা ২০১৬, ২০১৯-য়েও আমরা এখানকার সব ওয়ার্ড জিতিনি। কিন্তু এবার জিতলাম।' বিস্তারিত পড়ুন
-
Oct 03, 2021 13:53 ISTলিডের শিখরে মমতা
লিডের প্রাথমিক লক্ষ্য ছিল ৫০ হাজার। আনায়াসে সেই লক্ষ্যপূরণ করলেন তৃণমূল নেত্রী। ভবানীপুর এখনও পর্যন্ত ৫০,০১৭ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
-
Oct 03, 2021 13:35 ISTকমিশনের নজরে
২রা মে বিধানসভা ফলাফলের প্রতিফলন এবার বাংলার তিন কেন্দ্রের ভোটে। ভবানীপুর, সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে বিপুল জয়ের পথে জোড়া-ফুল প্রার্থীরা। হাইপ্রোফাইল ভবানীপুরে লিডের পাহাড় গড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীর এই সাফল্যে কালীঘাট সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে আবীর খেলে, ঢাক-ঢোল বাজিয়ে উৎসবে মাতোয়ানা তৃণমূল কর্মী, সমর্থকরা। কিন্তু, বিজয় উৎসবে নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। মুখ্য সচিবকে চিঠি দিয়ে সেই নিষেধাজ্ঞার কথাও জানিয়েছে কমিশন। পড়ুন বিস্তারিত
-
Oct 03, 2021 13:33 IST
-
Oct 03, 2021 13:23 ISTপ্রায় ৪০ হাজার ভোটের লিড দিদির
ভবানীপুরে ১৫ রাউন্ডের গণনা শেষ। ৩৯,৬৫৭ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।
-
Oct 03, 2021 13:12 ISTজঙ্গিপুর-সামশেরগঞ্জেও বড় লিডের পথে তৃণমূল
জঙ্গিপুরে ৩৩ হাজারের বেশি ভোটের ব্যবধানে এগিয়ে তৃণমূল। সামশেরগঞ্জেও এগোচ্ছে জোড়া-ফুল শিবির। এই কেন্দ্রে তৃণমূলের লিড ৭,৬৯১ ভোটে।
-
Oct 03, 2021 12:40 ISTমমতা এগিয়ে প্রায় ৩৫ হাজার ভোটে
বেলা বাড়ছে, গণনার রাউন্ডও বাড়ছে। একই সঙ্গে বৃদ্ধি পাচ্ছে ভবানীপুরে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটের ব্যবধানও। ১২ রাউন্ড গণনার পর এই কেন্দ্রে মমতা এগিয়ে ৩৪,৯৭০ ভোটে। এখনও পর্যন্ত ৬৫,৬৪০ ভোটের মধ্যে মমতা পেয়েছেন ৪৮,৮১৩টি ভোট। প্রিয়াঙ্কা ও শ্রীজীব পেয়েছেন যথাক্রমে ১৩,৮৪৩ এবং ১৬৫৫টি ভোট।
-
Oct 03, 2021 12:07 ISTভবানীপুরে লিডের পাহাড়ের পথে মমতা
একুশের ভোটে ভবানীপুর থেকে তৃণমূল প্রার্থী জিতেছিলেন প্রায় ২৮ হাজার ভোটে। হাইপ্রোফাই উপনির্বাচনে সেই ব্যবধান টপকে অনেকটা এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। নবম রাউন্ডের শেষে ভবানীপুরের ভোট তৃণমূল প্রার্থী এগিয়ে ৩১,৬৪৫ ভোটে।
-
Oct 03, 2021 11:49 ISTজোড়া-ফুলের ব্যবধান বাড়ছে জঙ্গিপুর-সামশেরগঞ্জে
গণনার প্রবণতা অনুসারে মুর্শিদাবাদের দুটি কেন্দ্রেও জয়ের পথে তৃণমূল। জঙ্গিপুরে তৃণমূল প্রার্থী জাকির হুসেন এখনও এগিয়ে ১৫,৭৪৩ ভোটে। সামশেরগঞ্জে তৃণমূলের আমিরুল ইসলাম এগিয়ে ৬,৪০৯ ভোটে।
-
Oct 03, 2021 11:47 IST২৫ হাজারের বেশি ভোটে এগিয়ে দিদি
সপ্তম রাউন্ডের শেষে ভবানীপুরে তৃণমূল প্রার্থী ২৫,৩১৪ ভোটে এগিয়ে রয়েছেন। মমতার প্রাপ্ত ভোট ৩১,০৩৩। প্রিয়াঙ্কা ও শ্রীজীব পেয়েছেন যথাক্রমে ৫,৭১৯ এবং ৫২৭ ভোট।
-
Oct 03, 2021 11:07 ISTমমতা এগিয়ে ১২ হাজারের বেশি ভোটে
কমিশনের হিসাবে, ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোট গণনায় চতুর্থ রাউন্ডের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ১৬,৩৯৭টি ভোট। বিজেপির প্রিয়াঙ্কা টিব্রেওয়াল পেয়েছেন ৩,৯৬২টি ভোট। মাত্র ৩১৫টি ভোট পেয়ে তৃতীয় স্থানে সিপিএমের শ্রীজীব বিশ্বাস। ভবানীপুরে এখনও পর্যন্ত ১২,৪৩৫ ভোট এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।
-
Oct 03, 2021 10:52 ISTসবুজ আবীরে কালীঘাটে উচ্ছ্বাস শুরু
হাইপ্রোফাইল উপনির্বাচন। ভবানীপুরে শুরু থেকেই এগিয়ে দিদি। কালীঘাটে উচ্ছ্বাস তৃণমূল কর্মী, সমর্থকদের।
West Bengal: TMC supporters celebrate outside CM Mamata Banerjee’s residence in Kolkata as she leads in the Bhabanipur Assembly by-election pic.twitter.com/roWsaX9moK
— ANI (@ANI) October 3, 2021 -
Oct 03, 2021 10:39 ISTভবানীপুরে মার্জিন বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের
ভবানীপুরে ক্রমশ ব্যবধান বাড়ছে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃতীয় রাউন্ড গণনায় তৃণমূল প্রার্থী পেয়েছেন ৯,৯৭৪টি ভোট। বিজেপির প্রিয়াঙ্কা টিব্রেওয়াল পেয়েছেন ৩,৮২৮ ভোট। সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস পেয়েছেন মাত্র ২৫০টি ভোট। অর্থাৎ এখনও পর্যন্ত ৬.১৪৬ ভোটে এগিয়ে রয়েছেন 'দিদি'।
-
Oct 03, 2021 09:40 ISTএগিয়ে দিদি
২য় রাউন্ডের গণনা শেষ। ভবানীপুরে প্রায় ২.৯৯৫ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।
-
Oct 03, 2021 09:39 ISTভবানীপুরে এগিয়ে মমতা
পোস্টাল ব্যালটের গণনা ইতিমধ্যেই শেষ হয়েছে। ভবানীপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।
-
Oct 03, 2021 09:32 ISTজঙ্গিপুর-সামশেরগঞ্জেও এগিয়ে জোড়া-ফুল
কমিশন সূত্রে খবর, পোস্টাল ব্যালটের গণনা শেষে সামশেরগঞ্জে ২৩৪ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম। জঙ্গিপুরেও এগিয়ে তৃণমূল। জঙ্গিপুরে ১৭১৭ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূলের প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হুসেন।
-
Oct 03, 2021 09:31 ISTজঙ্গিপুর-সামশেরগঞ্জেও এগিয়ে জোড়া-ফুল
কমিশন সূত্রে খবর, পোস্টাল ব্যালটের গণনা শেষে সামশেরগঞ্জে ২৩৪ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম। জঙ্গিপুরেও এগিয়ে তৃণমূল। জঙ্গিপুরে ১৭১৭ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূলের প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হুসেন।
-
Oct 03, 2021 09:30 ISTভবানীপুরে এগিয়ে মমতা
পোস্টাল ব্যালটের গণনা ইতিমধ্যেই শেষ হয়েছে। ভবানীপুরে প্রায় ৩ হাজার ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
-
Oct 03, 2021 09:04 ISTভবানীপুরে শুরু প্রথম রাউন্ডের গণনা
ভবানীপুরে পোস্টাল ব্যালটের গণনা শেষ।
-
Oct 03, 2021 08:42 ISTমমতার লিড হবে ৫০-৮০ হাজার: ফিরহাদ
ভবানীপুর উপনির্বাচনে রেকর্ড ভোটের ব্যবধানে জেতার অপেক্ষায় তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মন্ত্রী তথা শাসক শিবিরের নেতা ফিরহাদ হাকিমের দাবি, এবারের উপনির্বাচনে ৫০ থেকে ৮০ হাজার লিড নিয়ে রেকর্ড গড়বেন তৃণমূল সুপ্রিমো।
-
Oct 03, 2021 08:29 ISTগণনায় টানটান উত্তেজনা মুর্শিদাবেদর দুই কেন্দ্রে
মুর্শিদাবাদের জঙ্গিপুরে লড়াই ত্রিমুখী। গড় ধরে রাখার চ্যালেঞ্জ প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের। অন্যদিকে, সামশেরগঞ্জে লড়াই চতুর্মুখী। তৃণমূল প্রার্থী আমিরুল ইসলামের বিরুদ্ধ জোর টক্কর বিজেপির প্রার্থী মিলন ঘোষের। লড়াইয়ে কংগ্রেসের জইদুর রহমান ও বামেদের মোদাস্সর হোসেনও।
-
Oct 03, 2021 08:25 ISTচলছে পোস্টাল ব্যালটের গণনা
শুরুতেই গণনা চলছে পোস্টাল ব্যালটের।
-
Oct 03, 2021 08:09 ISTশুরু ভবানীপুরের ভোট গণনা
শুরু হল ভবানীপুর সহ রাজ্যের তিন কেন্দ্রের ভোটগণনা।
-
Oct 03, 2021 08:02 ISTগণনাকেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা
গণনাকেন্দ্রগুলিকে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। প্রথম বলয়ে স্থানীয় পুলিশ। দ্বিতীয় বলয়ে রাজ্য পুলিশ এবং তৃতীয় বলয় অর্থাৎ গণনাকেন্দ্রের বাইরে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ২৪ জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। গণনাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি ১৪৪ ধারা।
-
Oct 03, 2021 08:00 ISTভবানীপুরে কত রাউন্ড গণনা?
ভবানীপুরে ভোট গণনা হবে ২১ রাউন্ড। জঙ্গিপুরে ২৬ রাউন্ড ও সামশেরগঞ্জে ২৪ রাউন্ড গণনা হবে।
-
Oct 03, 2021 07:58 ISTভোট পরবর্তী হিংসার আশঙ্কা, চিঠি প্রিয়াঙ্কার
ভবানীপুরে উপনির্বাচনের গণনার আগেই ভোট পরবর্তী হিংসার আশঙ্কা করছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। একুশের বিধানসভা ভোটের পর রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসার ঘটনা ঘটে। আজ ফল প্রকাশের পর যেন সেই হিংসার পুনরাবৃত্তি না হয় তার জন্য প্রশাসনকে সতর্ক ও উপযুক্ত পদক্ষেপের আর্জি জানিয়েছেন তিনি। প্রিয়াঙ্কা রাজ্যপাল, কলকাতার নগরপালকে চিঠি দিয়েছেন।
-
Oct 03, 2021 07:46 ISTএকটু পরেই শুরু গণনা
সকাল ৮ থেকে শুরু রাজ্যের তিন কেন্দ্রের ভোট গণনা।