Advertisment

বিজেপি-জেজেপি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনবে কংগ্রেস, হুঁশিয়ারি হুদার

প্রাক্তন মুখ্য়মন্ত্রী ভূপিন্দর সিং হুদা রাজ্য়পালের কাছে আর্জি রাখেন, যাতে হরিয়ানা বিধানসভায় জরুরি অধিবেশন ডাকা হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
Bhupinder singh hooda, ভূপিন্দর সিং হুদা

ভূপিন্দর সিং হুদা

কৃষক বিদ্রোহ ইস্য়ু ঘিরে সরগরম রাজনীতির ময়দানও। হরিয়ানায় বিজেপি-জেজেপি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনবে কংগ্রেস, শুক্রবার সে দলের তরফে এমনটাই জানানো হয়েছে। দিল্লিতে অভিযানে আন্দোলনরত কৃষকদের রোখার চেষ্টা করে হরিয়ানা সরকার মানুষের আস্থা হারিয়েছে বলে সোচ্চার হয়েছে কংগ্রেস।

Advertisment

গুরগাঁওয়ে সাংবাদিক বৈঠ‍কে প্রাক্তন মুখ্য়মন্ত্রী ভূপিন্দর সিং হুদা রাজ্য়পালের কাছে আর্জি রাখেন, যাতে হরিয়ানা বিধানসভায় জরুরি অধিবেশন ডাকা হয়।

আরও পড়ুন: হায়দ্রাবাদে চমকপ্রদ উত্থান, এবার বিজেপির নজরে তেলেঙ্গানা

এ প্রসঙ্গে হুদা বলেন, ‘‘আমরা রাজ্য়পালের কাছে আহ্বান জানাচ্ছি যাতে কৃষক ইস্য়ু নিয়ে আলোচনা করতে বিধানসভায় জরুরি অধিবেশন ডাকা হয়। সরকারের বিরুদ্ধে আমরা অনাস্থা প্রস্তাবও আনব। এই সরকার সাধারণ মানুষ ও বিধানসভার আস্থা হারিয়ে ফেলেছে’’।

২ বারের মুখ্য়মন্ত্রী আরও বলেন, ‘‘যদি কৃষকদের রোখা না হত, যদি জলকামান, কাঁদানে গ্য়াস প্রয়োগ না করা হত, তাহলে হয়তো এই পরিস্থিতি তৈরি হত না...হরিয়ানা সরকার যে কাজ করেছে, তা নিন্দনীয়। এটা হরিয়ানা সরকারের সবথেকে বড় ভুল’’।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news
Advertisment