আগামী বছরই লোকসভা নির্বাচন। তার আগে বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। ফলাফল কী হবে, তা নিয়ে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে নানা জল্পনা। বিভিন্ন জন বিভিন্ন কথা বলছেন। অনেকে আবার ইতিমধ্যেই নামী জ্যোতিষীদের দুয়ারে যাতায়াত শুরু করে দিয়েছেন। এই ব্যাপারে মধ্যপ্রদেশের এক জ্যোতিষী তথা ধর্মগুরুর নামও ব্যাপকভাবে শিরোনামে উঠে এসেছে। কারণ, বিভিন্ন দলের রাজনৈতিক নেতা তাঁর দুয়ারে ভিড় করছেন, আসন্ন নির্বাচনে নিজের এবং দলের ভবিষ্যৎ সম্পর্কে জানতে।
তার মধ্যেই এবার বিরাট ভবিষ্যদ্বাণী করে বসলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিভিন্ন রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন থেকে লোকসভা নির্বাচন, সব সম্পর্কেই বিস্তারিত জানিয়েছেন এই কংগ্রেস নেতা। তিনি বলেন, 'কংগ্রেস কর্ণাটক নির্বাচন থেকে কেবল একটি পাতা বের করেছে।' দক্ষিণের ওই রাজ্যে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজেপিকে ক্ষমতাচ্যুত করেছে। এতেই ক্ষান্ত থাকেননি রাহুল। তিনি বলেছেন যে, আসন্ন বিধানসভা নির্বাচনগুলোতেও তাঁর দল ভালো পারফরম্যান্স করবে। তার মধ্যে মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে অবশ্যই জয়ী হবে। সম্ভবত, তেলেঙ্গানাতেও জিতবে। রাহুল বলেন, 'আমি বলব, আমরা সম্ভবত তেলেঙ্গানায় জিতছি, অবশ্যই মধ্যপ্রদেশে জিতছি, আর ছত্তিসগড়েও জিতছি।' রাহুলের দাবি, তেলেঙ্গানায় বিজেপি কার্যত সাফ হয়ে গিয়েছে। তার বদলে সেখানে ফের কংগ্রেসের উত্থান ঘটতে চলেছে।
আরও পড়ুন- অনেক হয়েছে আর না…! সরাসরি কংগ্রেস সাংসদের বিরুদ্ধে ১০ কোটির মানহানি মামলা হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী’র
আর, রাজস্থানে কী হবে? রাহুলের ভবিষ্যদ্বাণী, 'জয়ের খুব কাছাকাছি থাকব। সম্ভবত জিতে যাব।' লোকসভা নির্বাচনের আগে এই বছরেরই শেষের দিকে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মিজোরামে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। রাহুলের দাবি, বিজেপি ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও এক বড় চমকের মুখোমুখি হবে। বিরোধী দল বিজেপি তাঁকে বরাবর 'পাপ্পু' বলে কটাক্ষ করেছে। কিন্তু, রাহুল ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে পদযাত্রা করে কংগ্রেস কর্মীদের মনোবল ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন। প্রায় সাইনবোর্ডে পরিণত হতে চলা কংগ্রেসকে প্রচারের আলোয় তুলে ধরেছেন নতুন করে।