দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবি জানিয়ে সোচ্চার হলেন এনডিএ শরিক জেডিইউ নেতা তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। পাশাপাশি আবারও বিহারকে বিশেষ মর্যাদা দেওয়ার দাবি জানালেন নীতীশ। বুধবার দিল্লিতে দলীয় কর্মীদের উদ্দেশে একটি সভায় এমন মন্তব্যই করেছেন বিহারের মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, আগামী বছরেই দিল্লিতে বিধানসভা নির্বাচন। তার আগে নীতীশের এহেন দাবি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ঠিক কী বলেছেন নীতীশ কুমার?
দিল্লিতে বিহারের মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ঠিক যেমন আমরা বিহারের বিশেষ মর্যাদার দাবি জানিয়েছি, তেমনই আমরা বরাবরই চাই যে, দিল্লিকে রাজ্যের মর্যাদা দেওয়া হোক’’। উল্লেখ্য, বিহারকে বিশেয মর্যাদা দেওয়ার দাবি আগেই নাকচ করেছে বিজেপি।
আরও পড়ুন: বিশ্বাসযোগ্য না হওয়ায় অপ্রকাশিত ক্রাইম রেকর্ড ব্যুরোর ২৫ বিভাগের তথ্য, জানাল স্বরাষ্ট্রমন্ত্রক
আরও পড়ুন: বহুত্ববাদ, আলোচনা সুস্থ গণতন্ত্রের জন্য অত্যন্ত প্রয়োজন: প্রণব মুখোপাধ্যায়
এর আগে, এই ইস্যুতে সরব হতে দেখা গিয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। এমনকি, দিল্লিতে উপরাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত চরম পর্যায়ে পৌঁছেছিল। গত বছর জুন মাসে ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ নির্দেশ দেয়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে উপরাজ্যপালের সম্মতির প্রয়োজন নেই দিল্লি সরকারের। তবে ভূমি, স্বরাষ্ট্র বিষয় সম্পর্কিত ক্ষেত্রে উপরাজ্যপালের সম্মতি প্রয়োজন।
Read the full story in English