Advertisment

Bihar: আস্থা ভোটে জয়ী নীতীশ, ওয়াক আউট আরজেডির!

বিহারের মুখ্যমন্ত্রী এবং জনতা দলের (ইউনাইটেড) প্রধান নীতীশ কুমার বিধানসভায় আস্থা ভোটে ১৩০-০ ব্যবধানে জয়ী হয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
nitish bihar floor test

আস্থা ভোটে জয়ী নীতীশ কুমার।

নীতীশ কুমার আস্থা ভোটে জয়ী হয়েছেন। তার পক্ষে ভোট দিয়েছেন ১৩০ জন বিধায়ক। বিরোধীদের ওয়াকআউটের মাঝেই আজ বিহার বিধানসভায় আস্থা ভোটে জয়ী হয়েছে নীতীশ কুমার। সকাল থেকেই গোটা দেশের নজর ছিল বিহারের দিকে। বিহার বিধানসভায় আস্থা ভোট জিতেছেন নীতিশ কুমার। এনডিএ সরকারের পক্ষে ১৩০ টি ভোট পড়েছে। যেখানে বিরোধীরা বিধানসভা থেকে ওয়াকআউট করে। আস্থা ভোটের ফল ১৩০-০

Advertisment

নীতীশ সরকাররের কাছে আজ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার চ্যালেঞ্জ ছিল। সকাল থেকেই পাটনায় রাজনৈতিক উত্তাপ ছিল চরমে। বিহার বিধানসভায় মোট ২৪৩ টি আসন রয়েছে। সংখ্যাগরিষ্ঠতা অর্জনে প্রয়োজন ছিল ১২২টি ভোট। যেখানে NDA-জোট পেয়েছে ১৩০টি ভোট।

বিহার বিধানসভায় আস্থা ভোটের প্রক্রিয়া চলাকালীন বক্তৃতাকালে, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, RJD প্রধান লালু প্রসাদ এবং রাবড়ি দেবীর রাজ্যের জন্য ১৫ বছর কাজের সুযোগ পেয়েছিলেন। তিনি বলেন, "আমি নির্বাচিত হওয়ার পর তারা ১৫ বছর ধরে যা করেনি, আমি করে দেখিয়েছি। আমি সমাজের প্রতিটি স্তরের জন্য উন্নয়নের জন্য কাজ করেছি। বিহারে আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে। মহিলারা গভীর রাত অবধি আজ ঘুরে বেড়াতে পারেন। তারা এখন আমার কাজের ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে"।

এর আগে বিধানসভায় নীতীশকে আক্রমণ করে তেজস্বী যাদব বলেন, "বিহারের মানুষ জানতে চায় আপনি বার বার দল বদল করছেন"? এদিকে বিহার বিধানসভার স্পিকার এবং আরজেডি নেতা আওধ বিহারী চৌধুরীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব রাজ্য বিধানসভায় পাস হয়েছে। ১২৫ জন সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। বিপক্ষে ভোট দিয়েছেন ১১২ জন।

আস্থা ভোটের শুরুতেই নীতীশকে খোঁচা দিয়ে তেজস্বী বলেন, "প্রথমত, আমি আমাদের মুখ্যমন্ত্রীকে (নীতীশ কুমার) অভিনন্দন জানাতে চাই। একটানা নবম বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়ে তিনি ইতিহাস রচনা করেছেন। এক মেয়াদে তৃতীয়বার শপথ নেওয়ার এমন অপূর্ব দৃশ্য আমরা দেখিনি"। পাশাপাশি তেজস্বী যাদব জেডি(ইউ)-এনডিএ সরকারকে "পুরানো পেনশন স্কিম ফিরিয়ে আনার" আহ্বান জানিয়েছেন।

Nitish Kumar
Advertisment