মাত্রা ছাড়ালেন বিহারের সমবায়মন্ত্রী সুরেন্দ্র যাদব। মোদী সরকারের চালু করা অগ্নিপথ প্রকল্পের সমালোচনা করছিলেন। সেই সময় তিনি বলে বসলেন, 'নপুংসকদের সেনা'। বৃহস্পতিবার মন্ত্রীর এই বক্তব্য শোনার পর ছড়িয়েছে তীব্র বিতর্ক। বিহারের শাসক দলের অন্যতম শরিক জনতা দল ইউনাইটেড বা জেডিইউয়ের নেতা সুনীল সিং। তিনি মন্ত্রী সুরেন্দ্র যাদবের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। একইসঙ্গে সুনীল সিং জানিয়েছেন, তাঁর দল দেশের সেনাবাহিনীকে সম্মান করে।
ঘটনার সূত্রপাত বিহারের কাটিহারে। সুরেন্দ্র যাদব সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেখানে তিনি বলেন, 'ঠিক সাড়ে ৮ বছর পর, দেশের নাম হিজড়েদের বাহিনীর মধ্যে যুক্ত হবে। সেনার লোকজন অবসর নেবেন। আর, অগ্নিবীরদের প্রশিক্ষণ শেষ হবে না। যে অগ্নিবীর প্রকল্প চালুর পরামর্শ দিয়েছিল, তাঁকে ফাঁসিতে ঝোলানো উচিত।'
গত বছর দেশে অগ্নিপথ প্রকল্প চালু হয়। এই প্রকল্পে ৪৫ থেকে ৫০ হাজার সেনাকে প্রতিবছর নিয়োগ করা হবে। আর, নিযুক্তরা চার বছর পর চাকরি জীবন থেকে অবসর নেবেন। বার্ষিক মোট নিযুক্তদের মধ্যে কেবলমাত্র ২৫ শতাংশকে আরও ১৫ বছরের জন্য স্থায়ী কমিশনে নিয়োগ করা হবে। এই পদক্ষেপ ১৩ লক্ষেরও বেশি জওয়ানে সমৃদ্ধ ভারতীয় সেনাকে আগামী দিনে ঝুঁকির মুখে ফেলতে চলেছে। এই প্রকল্পে নিযুক্ত সেনাদের বলা হবে 'অগ্নিবীর'। ২০২২ সালের জুনে প্রকল্পটি ঘোষণার সময় এমনটাই জানিয়েছিল মোদী সরকার।
আরও পড়ুন- পবন খেরার সুপ্রিম স্বস্তি, গ্রেফতার করেও রাখতে পারল না অসম পুলিশ
এই প্রকল্প ঘোষণার পর থেকে দেশজুড়ে তুমুল আন্দোলন শুরু হয়। সেই আন্দোলন হিংসাত্মক রূপ ধারণ করে। শেষ পর্যন্ত মোদী সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করে আন্দোলন দমন করে। চাকরিপ্রার্থীদের মধ্যে যাঁরা আন্দোলনকারী, তাঁদের অনেককে গ্রেফতার করা হয়। তারপরও যে 'অগ্নিপথ' প্রকল্প নিয়ে বিতর্ক থামছে না, সেকথা ফের প্রমাণ করে দিলেন বিহারের মন্ত্রী। যদিও মন্ত্রী সুরেন্দ্র যাদবের বিরুদ্ধে বারবার বিতর্কে জড়ানোর অভিযোগ উঠেছে। কিন্তু, তাঁর এবারের বক্তব্যে বেশ অস্বস্তিতে পড়ল বিহারে নীতীশ কুমারের নেতৃত্বাধীন সরকার।