পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সাংসদ হতে চলেছেন কলকাতার প্রাক্তন মহানাগরিক তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তৃণমূল সমর্থিত নির্দল প্রার্থী দীনেশ বাজাজের মনোনয়ন ত্রুটিপূর্ণ হওয়ায় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পথ সুগম হয়েছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য সংসদে গেলে এ মুহুর্তে তিনিই হবে বাংলার একমাত্র সিপিআইএমের সাংসদ।
আরও পড়ুন: বঙ্গ বিজেপির বেনজির কীর্তি, করোনা রুখতে গোমাতা পুজো-গোমূত্র পান
এছাড়াও তৃণমূল কংগ্রেসের চার প্রার্থী সাংসদ হিসেবে সংসদের উচ্চতর কক্ষে পা রাখতে চলেছেন। রাজ্যের শাসক দলের এই চার প্রার্থী হলেন, সুব্রত বক্সী, দীনেশ ত্রিবেদী, মৌসম বেনজির নূর এবং অর্পিতা ঘোষ। এবার পশ্চিমবঙ্গ বিধানসভায় রাজ্যসভার সাংসদ নির্বাচনের জন্য ভোটাভুটির প্রয়োজন পড়ছে না। সূত্রের খবর, ১৯ মার্চ এই পাঁচ প্রার্থীকে সাংসদের শংসাপত্র দেওয়া হতে পারে।
আরও পড়ুন: পুরভোট স্থগিত হোক, করোনা আবহে ঐক্যমত তৃণমূল-বিজেপির
উল্লেখ্য, এই রাজ্যসভা নির্বাচন ঘিরে টানটান লড়াই ছিল বঙ্গ রাজনীতিতে। রাজ্যসভার পঞ্চম আসনে নির্দল হিসেবে প্রার্থী হয়েছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক দীনেশ বাজাজ। একেবারে শেষ মুহূর্তে রীতিমতো দৌড়ে মনোনয়নপত্র পেশ করেন বাজাজ। নির্দল প্রার্থীকে সমর্থনও করা হয় তৃণমূলের তরফে। উল্লেখ্য, রাজ্যসভার পঞ্চম আসনে নির্দল প্রার্থী দাঁড়ালে দীনেশ বাজাজকে সমর্থন করার সম্ভাবনার কথা ক’দিন আগেই জানিয়েছিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন