এই নিয়ে তৃতীয়বারের জন্য বিধানসভার স্পিকার নির্বাচিত হলেন বিমান বন্দ্যোপাধ্যায়। বিজেপি স্পিকার নির্বাচন সহ অধিবেশন বয়কট করেছে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বিরোধী শূন্য কক্ষে বিমানবাবুকে স্পিকার হিসেবে নির্বাচিত করেন শাসক দলের বিধায়করা।
বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়কে বিধানসভার স্পিকার হিসেবে নির্বাচিত করার প্রস্তাব উত্থাপন করেন বেহালা পশ্চিমের তৃণমূল বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। সেই প্রস্তাব সমর্থন করেন বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য, তাপস রায়, বীরবাহা হাঁসদা, শ্যামল মন্ডল, শশী পাঁজা, গুলশন মল্লিকরা। সেই প্রস্তাবের ভিত্তিতে ধ্বনি ভোট করেন প্রোটেম স্পিকার সুব্রত মুখোপাধ্যায়। ধ্বনি ভোটে তৃতীয়বারের জন্য বিমানকেই বিধানসভার স্পিকার নির্বাচিত করা হয়।
স্পিকারকে স্বাগতভাষণে পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, 'নবনিযুক্ত অধ্যক্ষকে স্বাগত। আমাদের সরকার ও বিমানদার হ্যাটট্রিক হল। তিনি যেভাবে এতদিন সংবিধানের প্রতি আস্থা জানিয়ে বিধানসভায় বিধায়কদের বলার সুযোগ দিয়েছেন, গরিমা প্রতিষ্ঠা করেছেন তৃতীয়বার অধ্যক্ষ হওয়ায় আশা প্রকাশ করছি সংবিধান ও কার্যাবলী আরও মজবুত হবে'
আরও পড়ুন: কমিশনের প্রত্যক্ষ সহায়তায় রিগিং হয়েছে, আইনে সংস্কার চাই: মমতা
পরে স্পিকারকে স্বাগতভাষণে বলতে মুখ্যমন্ত্রী বলেন বলেন, 'মা, মাটি, মানুষের সরকারের মতো স্পিকার মহাশয়ের হ্যাটট্রিক হল। আগের দুটো মেয়াদেই ভালো কাজ করেছেন অধ্যক্ষ। আসা করছি এবারও উনি ভালো কাজ করবেন। পশ্চিমবঙ্গ বিধানসভার একটা ঐতিহ্য, গড়িমা রয়েছে। দেশের জাগরণে এখানকার ভূমিকা রয়েছে। সেই ধারা বজায় থাকবে বলে আশা করছি।'
নিজের বক্তব্যে বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রীর দাবি, 'প্রত্যেক তৃণমূল বিধায়ক গড়ে যে ভোটের ব্যবধানে জিতেছেন, তা রেকর্ড। ভালো কাজ করতে হবে। আরও নম্র হতে হবে। মানুষকে দেওয়া প্রতিশ্রুতি পালন করতে হবে। বিধানসভা চললে অধিবেশনে আসতে হবে।'
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন