সায়ন্তিকার পর তৃণমূলে যোগ দিলেন সাঁওতাল সিনেমার জনপ্রিয় নায়িকা বীরবাহা হাঁসদা। পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে দলের পতাকা তুলে নেন বিরবাহা।
রূপোলি পর্দার পাশাপাশি রাজনীতিতেও দীর্ঘদিন ধরে রয়েছেন বীরবাহা। তৃণমূলে যোগ দিয়ে নায়িকা বললেন, 'আমি মানুষের জন্য কাজ করি। কিন্তু মানুষের আরও কাছে যাওয়ার জন্যই তৃণমূলে যোগ দিলাম। তবে, প্রার্থী হব কিনা তা দল ঠিক করবে।'
২০১৬ সালের বিধানসভায় বীনপুর আসন থেকে তৃণমূলের বিরুদ্ধে ঝাড়খণ্ড নরেন পার্টির হয়েলড়াই করেন বীরবাহা। যদিও ফালফল ছিল হতাশজনক। সেবার জামানত জব্দ হয়েছিল তাঁর। পরাজিত হব সিপিআইমের জনপ্রিয় নেত্রী দেবসীনা হেম্ব্রমের কাছে। এবার তৃণমূলে যোগ দিলেন নায়িকা। তৃণমূল সূত্রে খবর, বীরবাহার জনপ্রিয়তাকে কাজে লাগাতে এবার ভোটে প্রার্থী করতে পারে জোড়া-ফুল শিবির।
উল্লেখ্য, বীরবাহার মা চুনিবালা হাঁসদা ঝাড়খণ্ড নরেন পার্টির নেত্রী। বেশ কয়েকবার বিধায়কও নির্বাচিত হয়েছেন।
২০১৯ সালের লোকসভায় তৃণমূলের আদিবাসী ভোটে তাবা বসিয়েছে বিজেপি। জঙ্গলমহলের বেশিরভাগ আসনই গেরুয়া শিবিরের দখলে যায়। বীরবাহাকে দলে নিয়ে এবার বিধানসভায় হারানো আদিবাসী ভোট ব্যাংক পুনরুদ্ধারে মরিয়া জোড়া-ফুল শিবির।
ন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন