Advertisment

রাহুলের রাজ্য সফরের মাঝেই মুখ্যমন্ত্রীর পদত্যাগ! তুঙ্গে জল্পনা

জারি হতে পারে রাষ্ট্রপতি শাসনও?

author-image
IE Bangla Web Desk
New Update
biren singh, manipur cm resignation, manipur n biren singh resignation, Rahul Gandhi, Manipur, Manipur Voilence, Congress, Rahul gandhi updates, rahul gandhi in manipur, rahul gandhi manipur visit

‘অসম্মানজনক-অমানবিক’ ঘটনার নিন্দা মুখ্যমন্ত্রীর

কিছুক্ষণের মধ্যেই রাজ্যপালের সঙ্গে দেখা করবেন মণিপুরের মুখ্যমন্ত্রী, পদত্যাগের জল্পনা, জারি হতে পারে রাষ্ট্রপতি শাসনও। গত দুই মাস ধরে মণিপুরে হিংসার আবহে, আজই মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করতে পারেন। রাজ্যপাল অনুসুইয়া উইকের সঙ্গে আজই দেখা করতে চলেছেন মুখ্যমন্ত্রী। এর মাঝেই বাড়ছে পদত্যাগের জল্পনা।

Advertisment

এর আগে সর্বদলীয় বৈঠকে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি জানানো হয়। একইসঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও মণিপুর সফরে রয়েছেন। কেন্দ্রীয় সরকারের প্রচেষ্টা সত্ত্বেও মণিপুরে হিংসা কিছুতেই বন্ধ করা যাচ্ছে না। প্রায় দুই মাস ধরে জ্বলতে থাকা মণিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারায় মুখ্যমন্ত্রী বীরেন সিং রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেন, তার পরেই দেখতে হবে রাজ্যের লাগাম কার হাতে।

মণিপুরের মুখ্যমন্ত্রী এন. বীরেন সিং কিছুক্ষণের মধ্যেই রাজ্যপালের সঙ্গে দেখা করবেন। সূত্রের খবর, পদত্যাগ করতে পারেন এন বীরেন সিং। এন বীরেন সিং দুপুর ১টার পর রাজভবনে রাজ্যপাল অনুসুইয়া উইকের সঙ্গে দেখা করবেন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী পদত্যাগ করলে রাষ্ট্রপতি শাসন জারি করার বিকল্পও রয়েছে কেন্দ্রের কাছে। কেন্দ্র এই বিষয়টি বিবেচনা করছে বলে জল্পনা।  

কংগ্রেস নেতা রাহুল গান্ধীও মণিপুর সফরে রয়েছেন। রাহুল গান্ধী হিংসা ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করছেন। রাহুল গান্ধীও দুপুর দেড়টায় রাজ্যপালের সঙ্গে দেখা করবেন। এমন পরিস্থিতিতে রাহুল গান্ধীর সফরের মাঝেই মণিপুরে বড়সড় রাজনৈতিক আলোড়ন উঠেছে।

সম্প্রতি, মণিপুরের গভর্নর অনুসুইয়া উইকে রাজ্যের উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন। যদিও এর মাত্র দুদিন আগে মুখ্যমন্ত্রী এন. বীরেন সিংও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে রাজ্যের পরিস্থিতির কথা জানান। মণিপুরে কুকি এবং মেইতেই সম্প্রদায়ের মধ্যে যে হিংসা শুরু হয়েছিল তাতে ১২০ জনেরও বেশি মানুষ নিহত এবং ৩হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। কেন্দ্রীয় সরকারের একাধিক প্রচেষ্টা সত্ত্বেও রাজ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হয়নি। এই কারণেই মুখ্যমন্ত্রী এন. বীরেন সিংয়ের পদত্যাগের দাবি উঠেছে এবং এখন যখন মুখ্যমন্ত্রী রাজ্যপালের সাথে দেখা করতে যাচ্ছেন, তখন তাঁর পদত্যাগ নিয়ে জল্পনা জোরদার হয়েছে।

rahul gandhi Manipur
Advertisment